• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা

    বিজ্ঞান ও প্রযুক্তি খাতে প্রতিযোগিতার ক্ষেত্রে জাপান পিছিয়ে পড়েছে। গবেষণা পত্রে সূত্র উল্লেখের বিশ্ব ক্রমতালিকায় চতুর্থ স্থান থেকে জাপানের নবম স্থানে অবনতি ঘটা সংশ্লিষ্ট উপাত্ত এই দাবিকে সমর্থন করছে।

    কঠোর আর্থিক পরিস্থিতির অধীনে জাপান সরকার প্রায় এক দশক আগে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ বলে বিবেচিত হওয়া ব্যবহারিক গবেষণা প্রকল্পগুলোকেই নির্দিষ্টভাবে তহবিল বরাদ্দ দেয়া শুরু করে।

    একই সময়ে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনার বাজেট কর্তন করে। এর ফলে মৌলিক গবেষণার জন্য তহবিলের সংকট ঘটে। কেউ কেউ এ বিষয়ে দিকনির্দেশ করেছেন যে তরুণ গবেষকদের অস্থিতিশীল অবস্থা তাদের জাপানের বাইরে চাকরি খুঁজে নিতে উদ্বুদ্ধ করছে।

    প্রতিবেশী চীন যখন বিজ্ঞান ও গবেষণা খাতে বিশাল অংকের তহবিলের যোগান দিচ্ছে এবং দক্ষিণ কোরিয়া একটি সুদৃঢ় বাজেট প্রবৃদ্ধি প্রদর্শন করছে, তখন এ খাতে জাপানের বাজেটের মোট পরিমাণ খুব একটা প্রবৃদ্ধির আভাষ দিচ্ছে না।

    নাগোইয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিং’য়ের ডিন অধ্যাপক নোরিমি মিযুতানি বলেছেন, কার্যক্রম পরিচালনার খরচ কর্তনের ফলে গবেষকরা সরকারি ভর্তুকির পাশাপাশি বাইরের উৎসের অনুদান খোঁজা শুরু করতে বাধ্য হন। তিনি বলেন, তবে এ ধরণের অনুদান জোগাড় করা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ হওয়ার কারণে গবেষকরা যথেষ্ট সময় এবং শক্তির অপচয়ের পরও এই অর্থ পাওয়ার ক্ষেত্রে প্রায়শ ব্যর্থতার মুখোমুখি হন।

    অধ্যাপক মিযুতানি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে, মধ্য থেকে দীর্ঘ মেয়াদী কৌশলের উপর ভিত্তি করে গবেষণার প্রসারে সরকারি সহায়তার অধীনে শিক্ষা এবং শিল্পখাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা উচিত।

    ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি

    কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শত নাগরিক জাতীয় কমিটি। সাবেক এ প্রধানমন্ত্রীর অসুস্থতা বিবেচনায় নিয়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। অসুস্থ অবস্থায়ই এক বছরের বেশি সময় ধরে ‘রাজনৈতিক উদ্দশ্যেপ্রণোদিত’ মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।

    তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, খালেদা জিয়া ন্যূনতম মৌলিক অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তার প্রতি প্রদর্শিত এ হৃদয়হীন আচরণ সম্পূর্ণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার যদি মুক্তিযুদ্ধের মূল চেতনা হয়ে থাকে, তা হলে বলতেই হয়, সেই মহান লক্ষ্য থেকে তাকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে।

    বিবৃতিতে বলা হয়, আমরা প্রত্যাশা করি- কল্যাণ, মঙ্গল ও শ্রেয়বোধ আমাদের অন্তর আত্মাকে জাগিয়ে দেবে। সত্য ও সুন্দরের পথে সরকার এগিয়ে আসবে। তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মগুলোর মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবে। সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেবে।

    বিবৃতিতে স্বাক্ষর করেন- শত নাগরিকের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, মো. আসাফউদ্দৌলা, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুবউল্লাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ড. রেজোয়ান সিদ্দিকী, ড. সদরুল আমিন, প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, ড. তাজমেরী এসএ ইসলাম, ড. মোসলেহউদ্দীন তারেক, গাজী মাযহারুল আনোয়ার, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, এম আব্দুল্লাহ, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, কাদের গণি চৌধুরী, ড. রাশিদুল হাসান, ইঞ্জি. আ ন হ আখতার হোসেন, প্রফেসর ড. সুকোমল বডুয়া, কামাল উদ্দিন সবুজ, ড. আমিনুর রহমান মজুমদার, ড. জেডএম তাহমিদা বেগম, ড. আখতার হোসেন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।