উভয় কক্ষের নির্বাচনের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকার আভাষ
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, একযোগে উভয় কক্ষের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দলীয় সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে আভাষ দিয়েছেন।
আজ এলডিপির নীতি নির্ধারণী পরিষদের প্রধান ফুমিও কিশিদা, এক দিন আগে চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগার মন্তব্য নিয়ে কথা বলার সময় উক্ত আভাষ দেন।
সুগা, সংসদের চলতি সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শিনযো আবের মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে সেটি জনগণের সমর্থন পেতে আবের জন্য সংসদের নিম্ন কক্ষ ভেঙ্গে দেয়ার কারণ হতে পারে বলে উল্লেখ করেন।
চলতি বছর গ্রীষ্মে পূর্ব নির্ধারিত উচ্চ কক্ষের নির্বাচনের সাথে আবে একযোগে উভয় কক্ষের নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে পারেন বলে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের মধ্যে গুজব ছড়িয়ে পড়ার মধ্যে সুগা উক্ত মন্তব্য করেন।
কিশিদা, সুগা একটি সাধারণ দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন বলে জানান। কিশিদা, বিভিন্ন লোকজন বিভিন্ন ধরণের মন্তব্য করছেন এবং তিনি পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রেখে যাবেন বলে উল্লেখ করেন।
তবে কিশিদা, রাজনীতির জগতে পরবর্তীতে কি ঘটতে পারে সেবিষয়ে কেউ কিছুই বলতে পারবে না বলে উল্লেখ করেন। তিনি, দলীয় সদস্যদের সব ধরণের সম্ভাবনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন।