• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • উভয় কক্ষের নির্বাচনের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকার আভাষ

    জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, একযোগে উভয় কক্ষের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দলীয় সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে আভাষ দিয়েছেন।

    আজ এলডিপির নীতি নির্ধারণী পরিষদের প্রধান ফুমিও কিশিদা, এক দিন আগে চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগার মন্তব্য নিয়ে কথা বলার সময় উক্ত আভাষ দেন।

    সুগা, সংসদের চলতি সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শিনযো আবের মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে সেটি জনগণের সমর্থন পেতে আবের জন্য সংসদের নিম্ন কক্ষ ভেঙ্গে দেয়ার কারণ হতে পারে বলে উল্লেখ করেন।

    চলতি বছর গ্রীষ্মে পূর্ব নির্ধারিত উচ্চ কক্ষের নির্বাচনের সাথে আবে একযোগে উভয় কক্ষের নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে পারেন বলে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের মধ্যে গুজব ছড়িয়ে পড়ার মধ্যে সুগা উক্ত মন্তব্য করেন।

    কিশিদা, সুগা একটি সাধারণ দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন বলে জানান। কিশিদা, বিভিন্ন লোকজন বিভিন্ন ধরণের মন্তব্য করছেন এবং তিনি পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রেখে যাবেন বলে উল্লেখ করেন।

    তবে কিশিদা, রাজনীতির জগতে পরবর্তীতে কি ঘটতে পারে সেবিষয়ে কেউ কিছুই বলতে পারবে না বলে উল্লেখ করেন। তিনি, দলীয় সদস্যদের সব ধরণের সম্ভাবনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন।

    কিয়োতো বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বিমুক্তি চিকিৎসা কেন্দ্র

    এনএইচকে জানতে পেরেছে যে, জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয় ক্যান্সার বিমুক্তি সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। এই গবেষণা কেন্দ্রের প্রধান হবেন, নোবেল পুরস্কার বিজয়ী তাসুকু হোনজো।

    হোনজো হচ্ছেন কিয়োতো বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক। তিনি, নেতিবাচক বিমুক্তি প্রক্রিয়াকে বাধাদানকারী ক্যান্সার চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য গত বছর চিকিৎসা বিদ্যায় যৌথভাবে নোবেল পুরষ্কার লাভ করেন।

    ওয়াকিবহাল মহল জানায় যে, এই বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষাবর্ষে নয়া গবেষণা কেন্দ্রটি স্থাপনের লক্ষ্যে সরকারের কাছে বাজেটের জন্য অনুরোধ জানানোর পরিকল্পনা করছে।

    গবেষকরা, মৌলিক গবেষণা থেকে ওষুধ তৈরি পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ এবং চিকিৎসকদের প্রশিক্ষণের মত ব্যাপক তৎপরতা গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।

    নতুন কেন্দ্রটি আপাতত বিদ্যমান একটি স্থাপনায় কার্যক্রম চালাবে এবং বিশ্ববিদ্যালয়টি আগামী ৫ বছরের মধ্যে একটি নতুন ভবন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়, এটি ক্যান্সার বিমুক্তি চিকিৎসার সমন্বিত গবেষণা এবং উন্নয়নের প্রথম কেন্দ্র হবে বলে জানায়।