রেইওয়া যুগের প্রথম কর্মদিবসে “কুল বিজ” চর্চার শুরু

সারা দেশের অনেক কর্মীদের আরও বেশি সাধারণ পোশাক পরিধানের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হয়েছে জাপানের গ্রীষ্মকালীন “কুল বিজ” অভিযান। অনেকের জন্য আবার এই দিনটি ছিল ১০ দিনের এক দীর্ঘ ছুটির পরে রেইওয়া যুগের প্রথম কর্মদিবস।

সরকারি দপ্তর থাকা টোকিও’র কাসুমিগাসেকি এলাকায় অনেক পুরুষকে নেক-টাই বা কোট পরিধান করা ছাড়াই আসতে দেখা গেছে।

পরিবেশ মন্ত্রণালয় ভবনের জানালা খোলা ছিল এবং কয়েকজন কর্মীকে খাটো হাতার শার্ট পরিধান করতেও দেখা যায়।

“কুল বিজ” অভিযানের মাধ্যমে সরকার লোকজনকে আনুষ্ঠানিক বা দাপ্তরিক পোশাক অপেক্ষাকৃত কম পরিধানের পাশাপাশি মে মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখতে উদ্বুদ্ধ করে চলেছে।

এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিভিন্ন ঘরবাড়ি থেকে গ্রিনহাউজ গ্যাসের নি:সরণ ২০১৩ সালের পর্যায় থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ৪০% হ্রাস করা। জ্বালানি সংরক্ষণ রেইওয়া যুগের একটি মুখ্য বিষয় হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।