• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর এই জ্যেষ্ঠ কন্যা। ওই দিন শেখ হাসিনাকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার তৎকালীন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে একনজর দেখার জন্য লাখো জনতার ঢল নামে। এ সময় সামরিকতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর এলাকা

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক হোটেল ইডেনে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয়।

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। রাষ্ট্রপতি সরকারের অব্যাহত সাফল্যসহ তাঁর (শেখ হাসিনা) নিজের ও পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

    কর্মসূচি: দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, র‌্যালি, আলোচনা সভা ইত্যাদি। এছাড়া আজ বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে দেশ ও জাতির কল্যাণে, আধুনিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্য শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করেছেন।

    জাপানের পরবর্তী প্রজন্মের বুলেট ট্রেনের চলাচল সংবাদ মাধ্যমকে দেখানো হয়েছে

    জাপানের পরবর্তী প্রজন্মের শিনকানসেন বুলেট ট্রেন আজ পরীক্ষামূলকভাবে চালনা করে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসা হয়।

    পূর্ব জাপান রেল কোম্পানি ২০৩০ অর্থ বছরের এপ্রিল মাস থেকে শুরু করে সেই ট্রেনের সেবা চালুর লক্ষ্য ধরে নিয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার গতিতে ট্রেনটি চালানোর পরিকল্পনা কোম্পানি করছে।

    আলফা-এক্স নামের পরবর্তী প্রজন্মের বুলেট ট্রেনের পরীক্ষামূলক একটি সংস্করণ গত শুক্রবার উত্তর-পূর্ব জাপান থেকে যাত্রা শুরু করে। আজ সকালে ট্রেনটির সেনদাই থেকে মোরিওকা স্টেশনে এসে পৌঁছানো দেখানোর জন্য সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ট্রেনটিতে দশটি বগি ছিল।

    কোম্পানি বলছে এখন পর্যন্ত ট্রেনটি আজ সর্বোচ্চ গতিবেগ, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে চালিয়ে পরীক্ষা করা হয়েছে। এক্সেলারেশন ও ব্রেক ব্যবস্থা এবং সেই সাথে ভ্রমণ আরামদায়ক কিনা তা পরীক্ষা করে দেখা হয়।

    আগামী তিন বছর সময়ে কোম্পানি সেনদাই ও শিন-আওমোরির মধ্যে ট্রেনের পরীক্ষামূলক চালনা অব্যাহত রাখবে।