গত সপ্তাহে জাপান জুড়ে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে
গত সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে জাপান জুড়ে ২ হাজারেরও বেশি লোকজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই সংখ্যা এর পূর্বের সপ্তাহের তুলনায় চারগুণ।
অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি এই তথ্য উন্মোচন করেছে যে চলতি মাসের ২৬ তারিখ শেষ হওয়া সপ্তাহটিতে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মোট ২ হাজার ৫৩ জন। তাদের মধ্যে চারজনের মৃত্যু ঘটে।
এজেন্সি বলছে, গত সপ্তাহে জাপান জুড়ে মৌসুমের সংগে সামঞ্জস্যহীন অতি গরম আবহাওয়া অব্যাহত থাকায় হাসপাতালে নেয়া মানুষের সংখ্যা হঠাৎ করেই বেশ বেড়ে যায়।