টোকিও’র কাছে নির্বিচার ছুরিকাঘাতে দু’জন নিহত
জাপানে, মঙ্গলবার টোকিও’র কাছে নির্বিচারভাবে চালানো ছুরির আঘাতে একটি শিশু ও একজন পুরুষ নিহত এবং অন্য ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানাচ্ছে, সন্দেহভাজন হামলাকারী নিজেও নিজের ছুরির আঘাতে নিহত হন।
সকাল ৮টার আগে এই হামলা সংঘটিত হয় যখন একদল প্রাথমিক বিদ্যালয়ের শিশু কানাগাওয়া জেলার কাওয়াসাকি শহরের স্কুল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেখে বয়স ৫০-এর কোঠায় বলে মনে হওয়া এক ব্যক্তি দুই হাতে দু’টি ছুরি নিয়ে এই দলটির দিকে অগ্রসর হয় এবং তাদের উপর হামলা চালাতে শুরু করে।
পুলিশ এবং অগ্নিনির্বাপক কর্মীরা বলছেন, ১৭টি শিশু, একজন পুরুষ এবং একজন মহিলাকে আহত হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাদের মধ্যে ১১ বছর বয়সী একটি বালিকা এবং ৩৯ বছর বয়সী একজন পুরুষ পরে মারা যান।
পুলিশের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি কাওয়াসাকি শহরের বাসিন্দা। হামলাস্থলের কাছ থেকে পুলিশ তাকে আটক করে, তবে সে নিজেই নিজের গলায় ছুরি বসিয়ে দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে পরে তার মৃত্যু হয়।