• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • মহান বিজয় দিবস ২০১৫­

    Posted by admin on December 18
    Posted in Uncategorized 

    মহান বিজয় দিবস ২০১৫­

    আগামী ­২৭শে ডিসেম্বর ২০১৫ রবিবার­ ­আকাবানে­ ­বুনকা সেন্টা­রে­ ­(­ ­ভিভিও হল­ )­ ­৪৪তম­ ­মহান­ ­বিজয় দিবস ­উদযাপন উপলক্ষে­ ­এক আলোচনা সভা­, ­মনোজ্ঞ­ ­সাংস্কৃতি অনুষ্ঠান­ এবং নৈশভোজ­ এর­ ­আয়োজন করা হয়েছে­।­ ­উক্ত অনুষ্ঠানে আপনাদের­ ­উপস্থিতি কামনা করছি­।­ ­

    অনুষ্ঠান­ ­:­ ­বিকাল ৩.৩০- রাত্র ৮.৩০­
    বাংলাদেশ­ ­থেকে আগত শিল্পী­ ­ – ­ ­সাবরিনা ও মামুন­ ­
    এবং সহযোগিতায়­- ­উত্তরণ শিল্পী­ ­গোষ্ঠী­।­ ­
    Dinner­ ­Menu­ ­: ­Rice / Salad/ 3 types of Bhorta / Beef C­urry/ Chicken Roast / Dal,

    Dessert ­: Jilapi­

    স্থান :­ Akabane Bunka Kaikan ( Viveo Building )­
    Tokyo -to , kita-Ku Akabane Nishi 1-6-1­
    Tel : 03-3909-8121­
    আয়োজন­ ­ও­ ­পরিচালনায়­ ­
    বাংলাদেশ কমিউনিটি­ ­জাপান­।­ ­
    এবারের স্লোগান: বদলে যাও সমাজ
    রুখে দাও সকল অন্যায়. সবাই মিলে গাই
    বিজয়ের গান

    জাপানে বিবাহিত জুটির নাম পরিবর্তন বিষয়ক আপিল খারিজ

    জাপানে বিবাহিত জুটির নাম পরিবর্তন বিষয়ক একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার আদালত জানিয়েছে বিবাহিত জুটিদের অবশ্যই নামের শেষাংশে একজনের নাম ব্যবহার করতে হবে।
    এর আগে পাঁচজন বাদী মেয়েদের কুমারী নাম বিয়ের পরেও রেখে দেয়ার আবেদন জানিয়ে একটি আবেদন করেছিল। ১৯ শতকের যে আইনটি সুপ্রিম কোর্ট সমর্থন করেছে তাতে অবশ্য উল্লেখ নেই পুরুষ না স্ত্রী সঙ্গীর নাম অনুযায়ী নাম পরিবর্তন করতে হবে। তবে জাপানের বেশিরভাগ নারীই স্বামীর নামের শেষাংশটি গ্রহণ করে থাকে।
    এদিকে একটি পৃথক রায়ে জাপানে তালাকপ্রাপ্ত নারীর কমপক্ষে ছয় মাস বিবাহ না করার নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে রায় দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞাকে ১০০ দিনে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
    নারী, লিঙ্গ সমতা বিশেষজ্ঞ এমনকি জাতিসংঘ কমিটিও নারীদের কুমারী নাম বিবাহের পরে পরিবর্তনের রীতিকে পুরোনো ও বৈষম্যসূচক বলে মনে করে। এই মামলার বাদীদের একজন কিয়োকো সুকোমাতো ‍সুপ্রিম কোর্টের রায়ের পরে কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার নামই আমার পরিচিতি।

    উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানই বিয়ের নিবন্ধনের পর থেকেই জুটিদের শেষাংশ পরিবর্তন করতে হয়। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য এটা বিব্রতকর। জাপান উইমেন ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর উইমেন অ্যান্ড ক্যারিয়ারের পরিচালক মাচিকো ওসাওয়া বলেন, এটা খুবই দুঃখজনক যে একজন নারী কর্পোরেশনে নিজের অবস্থান তৈরি করেছে। এবং আপনি বিয়ে করার পরে হঠাৎ করে আপনার নাম পরিবর্তন করতে হবে।  উল্লেখ্য, জাপানে নারীদের ৬৫ শতাংশ কর্মজীবী যা উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।

    জাপান ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে কর্ম পরিকল্পনা তৈরি করছে

    জাপানের কর্মকর্তারা একাধিক ঔষধ প্রতিরোধী ব্যকটেরিয়া সংক্রমণের হুমকি মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করবে।

    আমেরিয়া ও ইউরোপের মেডিকেল কেন্দ্র গুলো একাধিক ঔষধকে প্রতিরোধ করতে সক্ষম ব্যকটেরিয়ার বিস্তার নতিভুক্ত করেছে।

    রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের এই ব্যকটেরিয়ার সংক্রমণে কারো কারো মৃত্যুও হয়েছে।

    ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সতর্ক করে দিয়ে বলেছে খুব বেশি মাত্রায় অ‌্যান্টিবায়টিক ব্যবহারের ফলে এই সমস্যা আরো প্রকটাকার ধারন করতে পারে।

    কর্মকর্তারা জাপানেও এ ধরনের ব্যকটেরিয়ার অস্তিত্বের কথা জেনেছেন। বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসা রোগীরা এ সব ঘটনার সাথে সংশ্লিষ্ট। বিদেশ থেকে জীবানুর বাহক হয়ে তারা দেশে ছড়িয়েছেন।

    স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন প্রথমবারের মতো নিজেরাই একটি টিম গঠন করেছেন। তারা একাধিক ড্রাগ-প্রতিরোধী জীবাণুর সংক্রমণ এড়াতে কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবেন।