• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা
    সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা
    পৌর নির্বাচনে ভোটগ্রহণের দুদিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
    তার প্রেসসচিব মারুফ কামাল খান রবিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।
    তিনি বলেন, পৌর নির্বাচন নিয়ে সোমবার বিকেলে জরুরি এক সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন।
    ৩০ ডিসেম্বর ভোটের দুদিন আগে সুনির্দিষ্ট কী বিষয়ে এই সংবাদ সম্মেলন, সে বিষয়ে কিছু বলেননি খালেদার প্রেসসচিব।
    সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনে আসা বিএনপির নেত্রী রবিবার সকালেও এক অনুষ্ঠানে বক্তৃতায় বলেছেন, ভোটে তার দলের প্রার্থীদেরই জয় হবে,  ভরাডুবি হবে ক্ষমতাসীনদের।

    এশিয়াতে ট্রাফিক সিস্টেম রপ্তানি করবে জাপান

    জাপান সরকার জাপানের আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা সহ অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামো পরীক্ষামূলক ভাবে অন্যান্য দেশে রপ্তানি করবে, বেশির ভাগ ক্ষেত্রেই তা হবে এশিয়ার দেশ গুলোতে।

    প্রকল্পটি একটি সরকারী উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির মাধ্যমে প্রদান করা হবে যা আগামী অর্থবছর থেকে শুরু হচ্ছে। সরকারের পরিকল্পনা হচ্ছে প্রাথমিক ভাবে স্বল্প পরিসরে এই প্রযুক্তির প্রসার ঘটানো যেটিকে তারা বলছেন “বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা” (ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম -আইটিএস)। আশা করা হচ্ছে এর মাধ্যমে গ্রহীতা দেশ গুলো জাপানের আধুনিক প্রযুক্তি এবং পূর্ণ মাত্রায় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে উপলব্ধি করতে পারবে যা জাপানি বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে ঐসব দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।

    ওডিএ’র মাধ্যমে এ ধরনের প্রকল্পে সহায়তা হবে এটিই প্রথম, জাপান সরকার এর মাধ্যমে চীনের সাথে জাপানের প্রযুক্তিগত পার্থক্যও তুলে ধরতে পারবে।

    আইটিএস হলো এমন এক ধরনের প্রযুক্তি যা পুলিশ পরিচালিত ট্রাফিক নিয়ন্ত্রন কেন্দ্র, সড়কের বিভিন্ন তথ্য যেমন দুর্ঘটনা, যানজট ইত্যাদি সংগ্রহ করে নিয়ন্ত্রক কক্ষকে পাঠাবে এবং সেখান থেকে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রন করে যানজট দূর করা হবে, টহল গাড়িকে তা গাইড করবে এবং দমকল ও অ‌্যাম্বুলেন্সের মত জরুরি গাড়ি গুলোর নেভিগেশন সিস্টেমকে অবহিত করবে।

    দক্ষিণ-পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশের অর্থনীতি দ্রুত বিস্তার লাভ করছে, ফলে দ্রুত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বড় ধরনের যানজট তৈরি হচ্ছে, যা সামাজিক সমস্যা তৈরি করছে। এতে করে আইটিএস সিস্টেমের চাহিদা বাড়ছে কেননা কর্মকর্তারা চাইছেন যানবাহন গুলোর মসৃণ যাত্রাপথ।