• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ২৩ টন মর্টার খসে পড়লো চিবার সুড়ঙ্গে

    চিবা প্রিফেকচারের একটি সুড়ঙ্গে বুধবার ২৩.৫ টন ওজনের একটি মর্টারের টুকরো সুড়ঙ্গের ভেতর খসে পড়েছে, তবে ঘটনায় কেউ আহত হননি। প্রিফেকচারাল সরকার সূত্রে এ কথা বলা হয়েছে।

    জনৈক ট্রাফিক নিয়ন্ত্রক মর্টার খুলে পড়ার ঘটনা লক্ষ্য করেন। রাত ৮টা ১০ মিনিটে ২০ মিটারের মতো একটি অংশ খুলে যায়।

    পুরোনো হয়ে যাওয়া ৯১.৩ মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গটি রাতে মেরামতের জন্যে বন্ধ ছিলো কিন্তু ভোর ৫টা ৩০ মিনিটে তা যান চলাচলের জন্যে খুলে দেয়া হয়। গত জুন মাস থেকে সুড়ঙ্গটির রক্ষণাবেক্ষণ কাজ চলছিলো। ইয়ামানাশি প্রিফেকচারে ২০১২ সালের ডিসেম্বর মাসে সাসাগো সুড়ঙ্গ ধসে তিনটি গাড়ির উপর পড়লে ৯ জনের মৃত্যু হয়।

    বুধবার খসে পড়া মর্টারের টুকরো মাত্র একমাস আগে লাগানো হয়েছিলো। ঘটনার তদন্ত চলছে।

    এবার রোবট করবে সাংবাদিকতা!

    চিনের একটি সংবাদ চ্যানেলে সকালে আবহাওয়ার সংবাদ পড়তে নিয়োগ দেয়া হয়েছে শিয়াওলেস নামে একটি রোবটকে। শুধু খবর পাঠ নয়, দর্শকদের সঙ্গে কথাও বলবে সে, আবহাওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেবে। গত মঙ্গলবার সকাল থেকে কাজও শুরু করে ফেলেছে সে। এই সাংবাদিক-রোবটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
    বেজিং জুড়ে শিয়াওলেস অবশ্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। তার মিষ্টি গলায় কথা বলার ঢং, প্রশ্নের চটজলদি উত্তর দেওয়ার ক্ষমতা দেখে তাজ্জব শহরবাসী। কেমন লাগছে টেলিভিশনে এসে? শিয়াওলেসর জবাব, ‘খুব ভাল।’ শিয়াওলেস যে আস্তে আস্তে মানুষ-সাংবাদিকদেরই অপ্রাসঙ্গিক করে তুলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই চিনের সংবাদপত্রগুলিতে বিস্তর লেখালেখি শুরু হয়েছে।
    গত সেপ্টেম্বরেই চিনের একটি সোশ্যাল-গেমিং সাইটে একটি রোবটের লেখা ৯১৬ শব্দের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার পর থেকেই সাংবাদিকতায় প্রযুক্তিনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর সম্প্রতি শিয়াওলেসের নিয়োগে সেই প্রশ্নে ফের বিতর্ক দানা বেধেছে।
    যদিও সংশ্লিষ্ট সংবাদ চ্যানেলের ডিরেক্টর সং জিয়ংমিংয়ের বলেন, ‘রোবট কখনওই সাংবাদিকদের জায়গা পুরোপুরি নিতে পারবে না। আবহাওয়ার খবরের ক্ষেত্রে প্রচুর তথ্য বিশ্লেষণের কাজ থাকে।’
    আর বিশ্লেষণের কাজ যন্ত্রের জন্য অনেক বেশি সহজ। যদিও সাংবাদিকদের একাংশের মতে, প্রথমে লিখিত প্রতিবেদন এবং তার পরেই টিভিতে সংবাদপাঠ— অনেকে প্রশ্নও তুলছেন এ ভাবে এগিয়ে গেলে কোথায় গিয়ে দাড়াবে সাংবাদিকতা?