বিসিসিআইজের নবনিরবাচিত কমিটিকে অভিনন্দন
বিসিসিআইজের নবনিরবাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কানাগাওয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিশেষ ডিনার এর আয়োজন। নবনিরবাচিত সভাপতি জনাব সাকুরা সাবের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজ অন্যান্য দের মাজে বিসিসিআইজের সাধারন সম্পাদক সলিমুল্যা কাজল, সহ সভাপতি হাসিমতো মাসুদ, ইলিয়াস মুনসী, কোসাধ্যক্ষ মামুনুর রশীদ, জয়েনট সেকরেটারী ড: জাকির হোসেন মাসুম, পাবলিকেশন সম্পাদক সাকাই পল। এবং অডিটর লুৎফর রহমান সরকার শিপার, কমিটির অন্যান দের সদস্যরা হলেন, সহ সভাপতি খরশেদ আলাম মাইকেল, সম্মনিত সদস্য জনাব কাজী মাহফুজুল হক লাল, শাহিদুর রহমান খাঁন হিরু, নবিউল্লাহ আসিফ। ব্যক্তিগত কারনে এবং দেশের বাহিরে থাকায় অন্যান্যরা উপসথিত থাকতে পারেন নাই বলে দু:খ প্রকাশ করেছেন. আজকের অনুষ্ঠান টি সুন্দর ভাবে সমপন্ন করতে পেরে কানাগাওয়াবাসীকে সবারপক্ষ থেকে জনাব সাকুরা সাবের ধন্যবাদ জ্ঞাপন করেন।আগামী দিনে টোকিও সহ সকল অনচলে আরও অনুষ্ঠান করার ঘোষনা দেন। পাশাপাসি বিসিসিআইজে এর মাধ্যমে জাপান প্রবাসী খুদ্র এবং মাজারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হবে আগামি দিনে এই ছেম্বার হবে সকল প্রবাসিদের প্রতিষ্ঠান।






















![12274607_1132902330061051_5538836342243216365_n[1]](https://probashkontho.com/wp-content/uploads/2015/12/12274607_1132902330061051_5538836342243216365_n11-300x225.jpg)
![12308589_1132902366727714_652953900462227386_n[1]](https://probashkontho.com/wp-content/uploads/2015/12/12308589_1132902366727714_652953900462227386_n11-300x225.jpg)