• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জেনে নিন হার্ট অ্যাটাকের লক্ষণগুলো

    শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের হৃদপিণ্ড বা হার্ট। হার্টের কোনও সমস্যা হলে তা আগে থেকে বোঝা যায়। আগে থেকেই জানা থাকলে খুব সহজেই হার্ট অ্যাটাকের মতো সমস্যা এড়ানো যেতে পারে। এবার জেনে নেয়া যাক কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে।
    বুকে ব্যথা: হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় লক্ষণ হলো বুকের বামদিকে মাঝে মাঝেই ব্যথা হওয়া। বুকে ব্যথা হলে বিষয়টি কখনো এড়িয়ে যাবেন না। মাঝেমাঝেই বুকে ব্যথা হলে দেরি না করে চিকিত্সকের পরামর্শ নিন।
    হাতে ব্যথা: হার্ট অ্যাটাকের আগে হাতে ব্যথা হয়। সাধারণত বাম হাতে ব্যথা হয়। তবে ডান হাতেও ব্যথা হতে পারে। এছাড়া বুকের ব্যথা হাতে প্রসারিত হতে পারে।
    হাত-পা ফুলে যাওয়া: হাত-পা মাঝেমধ্যেই ফুলে যায় আপনার? এমনটা খেয়াল করলে দেরি না করে চিকিত্সকের পরামর্শ নিন। এটি হৃদপিণ্ডের সমস্যার একটি লক্ষণ। হৃদপিণ্ডে সমস্যা হলে স্বাভাবিক রক্তচলাচল বাধাপ্রাপ্ত হয়, ফলে হাত-পা ফুলে যায়।
    ঘুম ঘুম ভাব: ভালো ঘুম হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়াই আপনার যদি সারাক্ষণ ঝিমুনি পায় তাহলে বুঝবেন হার্টে সমস্যা রয়েছে।
    অনিয়মিত হৃদস্পন্দন: যদি আপনার মনে হয় হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়েছে, তাহলে সতর্ক হোন। হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলির একটি এটি।
    প্রচুর পরিমাণে ঘেমে যাওয়া: পাখার নিচে বসেও যদি দেখেন যে আপনি একেবারে ঘেমে যাচ্ছেন তাহলে বুঝবেন সমস্যা গরম থেকে নয়, হূদযন্ত্রে হয়েছে।
    নাক ডাকা: নাক ডাকার সঙ্গে হার্ট অ্যাটাকের কোনও সরাসরি সম্পর্ক নেই। তবে ঘুমের মধ্যে অনেক নাক ডাকলে বুঝবেন আপনার নিদ্রাহীনতার সমস্যা হচ্ছে। এর ফলে হার্টে অত্যধিক চাপ পড়ে। ফলে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে পারে।

    ক্রমাগত কাশি: বহুদিন ধরে যদি কাশির সমস্যা থাকে তাহলে সাবধান হোন। দেরি না করে চিকিত্সকের পরামর্শ নিন। কারণ ক্রমাগত কাশি হার্টের সমস্যা বয়ে আনতে পারে।

    এনআরবি জাপান পূর্ণাঙ্গ কমিটি গঠন

    গত ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যে ৬টায় টোকিও’র আকাবানে কাইকানে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে অনাবাসিক বাংলাদেশিদের সংগঠন এনআরপি জাপান’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এনআরবি গঠনের এক বছর পূর্তির এই আয়োজনে জাপানের বিভিন্ন স্থান থেকে প্রবাসীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মোঃ শহীদুর রহমান খাঁন হিরো।
    আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কাজী মাহফুজুল হক লাল, সলিমুল্লাহ কাজল, জাকির হোসেন জোয়ার্দার, মিজানুর রহমান, মীর মোঃ মোহসিন, আকিয়ামা রজার, খন্দকার নাজিবুর রহমান।

    শহীদুর রহমান খাঁন হিরো তার সভাপতির বক্তব্যে বলেন, এই সংগঠন (এনআরবি জাপান) ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের কাকেহাসি (সেতুবন্ধন) হিসেবে কাজ করবে এবং বাংলাদেশ ও জাপান সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসী বাংলাদেশি ভাই-বোন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কাজ করে যাবে।

    আলোচনা পর্বের শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মোঃ শহীদুর রহমান খাঁন হিরো’কে সভাপতি এবং মীর মোঃ মোহসিন’কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

    সভাশেষে সবাইকে সুস্বাদু নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

    অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, নাবি উল্লাহ আসিফ এবং তাকে সহযোগিতা করেন মোঃ হাফিজুল আলম বাবুল।