এনআরবি জাপান‘র পূর্ণাঙ্গ কমিটি গঠন
গত ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যে ৬টায় টোকিও’র আকাবানে কাইকানে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে অনাবাসিক বাংলাদেশিদের সংগঠন এনআরপি জাপান’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এনআরবি গঠনের এক বছর পূর্তির এই আয়োজনে জাপানের বিভিন্ন স্থান থেকে প্রবাসীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মোঃ শহীদুর রহমান খাঁন হিরো।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কাজী মাহফুজুল হক লাল, সলিমুল্লাহ কাজল, জাকির হোসেন জোয়ার্দার, মিজানুর রহমান, মীর মোঃ মোহসিন, আকিয়ামা রজার, খন্দকার নাজিবুর রহমান।
শহীদুর রহমান খাঁন হিরো তার সভাপতির বক্তব্যে বলেন, এই সংগঠন (এনআরবি জাপান) ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের কাকেহাসি (সেতুবন্ধন) হিসেবে কাজ করবে এবং বাংলাদেশ ও জাপান সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসী বাংলাদেশি ভাই-বোন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কাজ করে যাবে।
আলোচনা পর্বের শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মোঃ শহীদুর রহমান খাঁন হিরো’কে সভাপতি এবং মীর মোঃ মোহসিন’কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সভাশেষে সবাইকে সুস্বাদু নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, নাবি উল্লাহ আসিফ এবং তাকে সহযোগিতা করেন মোঃ হাফিজুল আলম বাবুল।