নভোচারী ইউই পৃথিবীতে ফিরে আসলেন
জাপানের নভোচারী কিমিয়া ইউই এবং আমেরিকা ও রাশিয়ার দুই ক্রু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের মিশন শেষ করে পৃথিবীতে ফিরে এসেছেন।
রাশিয়ার সুয়েজ মহাকাশ যান শুক্রবার আন্তর্জাতিক মান সময় ৯টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করে। সুযেজ দুপুর ১টা ১০ মিনিটে কাজাখস্তানে অবতরণ করে।
ভূমিতে অবতরণ করার পর ইউই জাপানের মহাকাশ কেন্দ্র জেএএক্সএ’র কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি জানান, মহাকাশ অনেক চমৎকার কিন্তু পৃথিবী এবং পৃথিবীর শীতল হাওয়া আরো চমৎকার অনুভূতি দিচ্ছে।
জেএএক্সএ কর্মকর্তারা বলেছেন ইউই শারীরিক ভাবে ভালো আছেন। সাবেক এয়ার সেলফ ডিফেন্স ফোর্স’র পাইলট ইউই জুলাই মাস থেকে মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন।
গত অগাষ্টে জাপানের মানববিহীন কার্গো কোউনোতোরি ৫ মহাকাশ স্টেশনে ভিড়লে ইউই রোবোটিক হাত ব্যবহার করে সেটিকে নোঙর করতে ও সেখান থেকে পণ্য সংগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কার্গোর ভেতর ছিলো কিছু জরুরি সরবরাহ যেগুলো একটি দুর্ঘটনার কারণে আমেরিকান মহাকাশ যান গত জুনে স্টেশনে পাঠাতে পারেনি।