২৩ টন মর্টার খসে পড়লো চিবার সুড়ঙ্গে

চিবা প্রিফেকচারের একটি সুড়ঙ্গে বুধবার ২৩.৫ টন ওজনের একটি মর্টারের টুকরো সুড়ঙ্গের ভেতর খসে পড়েছে, তবে ঘটনায় কেউ আহত হননি। প্রিফেকচারাল সরকার সূত্রে এ কথা বলা হয়েছে।

জনৈক ট্রাফিক নিয়ন্ত্রক মর্টার খুলে পড়ার ঘটনা লক্ষ্য করেন। রাত ৮টা ১০ মিনিটে ২০ মিটারের মতো একটি অংশ খুলে যায়।

পুরোনো হয়ে যাওয়া ৯১.৩ মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গটি রাতে মেরামতের জন্যে বন্ধ ছিলো কিন্তু ভোর ৫টা ৩০ মিনিটে তা যান চলাচলের জন্যে খুলে দেয়া হয়। গত জুন মাস থেকে সুড়ঙ্গটির রক্ষণাবেক্ষণ কাজ চলছিলো। ইয়ামানাশি প্রিফেকচারে ২০১২ সালের ডিসেম্বর মাসে সাসাগো সুড়ঙ্গ ধসে তিনটি গাড়ির উপর পড়লে ৯ জনের মৃত্যু হয়।

বুধবার খসে পড়া মর্টারের টুকরো মাত্র একমাস আগে লাগানো হয়েছিলো। ঘটনার তদন্ত চলছে।