সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা
সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা
পৌর নির্বাচনে ভোটগ্রহণের দুদিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার প্রেসসচিব মারুফ কামাল খান রবিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পৌর নির্বাচন নিয়ে সোমবার বিকেলে জরুরি এক সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন।
৩০ ডিসেম্বর ভোটের দুদিন আগে সুনির্দিষ্ট কী বিষয়ে এই সংবাদ সম্মেলন, সে বিষয়ে কিছু বলেননি খালেদার প্রেসসচিব।
সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনে আসা বিএনপির নেত্রী রবিবার সকালেও এক অনুষ্ঠানে বক্তৃতায় বলেছেন, ভোটে তার দলের প্রার্থীদেরই জয় হবে,  ভরাডুবি হবে ক্ষমতাসীনদের।