জাপান ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে কর্ম পরিকল্পনা তৈরি করছে
জাপানের কর্মকর্তারা একাধিক ঔষধ প্রতিরোধী ব্যকটেরিয়া সংক্রমণের হুমকি মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করবে।
আমেরিয়া ও ইউরোপের মেডিকেল কেন্দ্র গুলো একাধিক ঔষধকে প্রতিরোধ করতে সক্ষম ব্যকটেরিয়ার বিস্তার নতিভুক্ত করেছে।
রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের এই ব্যকটেরিয়ার সংক্রমণে কারো কারো মৃত্যুও হয়েছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সতর্ক করে দিয়ে বলেছে খুব বেশি মাত্রায় অ্যান্টিবায়টিক ব্যবহারের ফলে এই সমস্যা আরো প্রকটাকার ধারন করতে পারে।
কর্মকর্তারা জাপানেও এ ধরনের ব্যকটেরিয়ার অস্তিত্বের কথা জেনেছেন। বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসা রোগীরা এ সব ঘটনার সাথে সংশ্লিষ্ট। বিদেশ থেকে জীবানুর বাহক হয়ে তারা দেশে ছড়িয়েছেন।
স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন প্রথমবারের মতো নিজেরাই একটি টিম গঠন করেছেন। তারা একাধিক ড্রাগ-প্রতিরোধী জীবাণুর সংক্রমণ এড়াতে কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবেন।