Posted by admin on December 18
Posted in Uncategorized
জাপানে বিবাহিত জুটির নাম পরিবর্তন বিষয়ক আপিল খারিজ

জাপানে বিবাহিত জুটির নাম পরিবর্তন বিষয়ক একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার আদালত জানিয়েছে বিবাহিত জুটিদের অবশ্যই নামের শেষাংশে একজনের নাম ব্যবহার করতে হবে।
এর আগে পাঁচজন বাদী মেয়েদের কুমারী নাম বিয়ের পরেও রেখে দেয়ার আবেদন জানিয়ে একটি আবেদন করেছিল। ১৯ শতকের যে আইনটি সুপ্রিম কোর্ট সমর্থন করেছে তাতে অবশ্য উল্লেখ নেই পুরুষ না স্ত্রী সঙ্গীর নাম অনুযায়ী নাম পরিবর্তন করতে হবে। তবে জাপানের বেশিরভাগ নারীই স্বামীর নামের শেষাংশটি গ্রহণ করে থাকে।
এদিকে একটি পৃথক রায়ে জাপানে তালাকপ্রাপ্ত নারীর কমপক্ষে ছয় মাস বিবাহ না করার নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে রায় দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞাকে ১০০ দিনে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
নারী, লিঙ্গ সমতা বিশেষজ্ঞ এমনকি জাতিসংঘ কমিটিও নারীদের কুমারী নাম বিবাহের পরে পরিবর্তনের রীতিকে পুরোনো ও বৈষম্যসূচক বলে মনে করে। এই মামলার বাদীদের একজন কিয়োকো সুকোমাতো সুপ্রিম কোর্টের রায়ের পরে কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার নামই আমার পরিচিতি।
উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানই বিয়ের নিবন্ধনের পর থেকেই জুটিদের শেষাংশ পরিবর্তন করতে হয়। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য এটা বিব্রতকর। জাপান উইমেন ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর উইমেন অ্যান্ড ক্যারিয়ারের পরিচালক মাচিকো ওসাওয়া বলেন, এটা খুবই দুঃখজনক যে একজন নারী কর্পোরেশনে নিজের অবস্থান তৈরি করেছে। এবং আপনি বিয়ে করার পরে হঠাৎ করে আপনার নাম পরিবর্তন করতে হবে। উল্লেখ্য, জাপানে নারীদের ৬৫ শতাংশ কর্মজীবী যা উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।