• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের জাতীয় ঋণের পরিমান রেকর্ড পর্যায়ে উন্নীত

    জাপানের জাতীয় ঋণের পরিমাণ, আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারের চেষ্টা চালানো সত্ত্বেও এক নতুন উচ্চ পর্যায়ে পৌঁছেছে।

    অর্থমন্ত্রনালয়, গতবছর শেষ নাগাদ সরকারের ঋণের পরিমাণ এই প্রথমবারের মত ১ হাজার ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ১০ লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে জানায়।

    এ সংখ্যার অর্থ হচ্ছে, জাপানের প্রত্যেক বাসিন্দার মাথাপিছু ঋণের পরিমাণ হচ্ছে প্রায় ৭৯ হাজার মার্কিন ডলার।

    ক্রমবর্ধমান বয়োবৃদ্ধ জনসংখ্যার জন্য সামাজিক বীমা ব্যয় নির্বাহ করতে সরকারের বন্ড ছাড়ার ফলস্বরূপ এই বিশাল পরিমাণ ঋণের সৃষ্টি হয়। অন্যান্য ঋণ এবং স্বল্পমেয়াদী বন্ডও এই ঋণের একাংশ।

    এপ্রিল মাসে আরম্ভ হতে যাওয়া আগামী অর্থবছরে আরও বন্ড ছাড়ার বিষয় নির্ধারিত রয়েছে। সরকারের প্রণীত বাজেট বিলে, রাজস্ব আয়ের ঘাটতি মেটাতে প্রায় ২৯ হাজার ৬শ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বন্ড ছাড়ার বিষয় উল্লেখিত রয়েছে।

    সাপ্পোরো’তে স্নো ফেস্টিভাল আরম্ভ

    জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর সাপ্পোরো শহরে বার্ষিক স্নো ফেস্টিভাল আরম্ভ হয়েছে। তুষার ও বরফের স্থাপত্যকর্ম দেখতে দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন।

    এ বছর উৎসবের ৭০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। শহরের তিনটি স্থানজুড়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ওদোরি পার্কের মূল উৎসবস্থলে ট্রাম্পেট বাজিয়ে তুষার উৎসবের উদ্বোধন করা হয়।

    পার্কে বরফের স্থাপত্যের মধ্যে একটিতে দেখা যাচ্ছে ঐতিহাসিক ঘড়ি দালান এবং লাল ইটের স্থানীয় সরকার ভবনের মত শহরের বৈশিষ্ট্যপূর্ণ চিহ্নগুলোকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে বৃহদাকারের কয়েকটি ঘোড়া। গত সেপ্টেম্বরে হোক্কাইদোতে আঘাত হানা বড় ধরনের একটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে দ্রুত পুনরুদ্ধারের আশার ব্যক্ত করতে এই স্থাপত্য তৈরি করা হয়েছে।

    দর্শনার্থীরা এরকম পাঁচটি বৃহদাকারের স্থাপত্যকর্ম উপভোগ করতে পারেন যেগুলোর উচ্চতা ১০ মিটারেরও বেশি। উৎসবস্থলগুলোতে দু’শোর মত তুষার ও বরফের স্থাপত্যকর্ম প্রদর্শিত হচ্ছে।

    ব্যবসায়ীক কাজে শহরটিতে ভ্রমণ করা ৩০ বছর বয়সী এক ব্যক্তি জানান, স্থাপত্যকর্মগুলো তার মনে দাগ কেটেছে এবং তিনি প্রত্যাশা করছেন যে ভূমিকম্প উপদ্রুত এলাকার দ্রুত পুনরুদ্ধার হবে।

    তুষার উৎসব ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আয়োজকরা বলছেন এই উৎসবে তারা পঁচিশ লক্ষ দর্শনার্থীর প্রত্যাশা করছেন।

    জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাষ

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বাতাস ও ভারী তুষারপাত অব্যাহত থাকবে ব’লে পূর্বাভাষ করেছেন।

    আবহাওয়া এজেন্সি জানায়, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি শৈত্যপ্রবাহ শক্তি আহরণ করার মধ্যে জাপান সাগরের ওপরে দ্রুত গড়ে উঠছে দুটি নিম্নচাপ।

    তোহোকু অঞ্চলে সোমবার গভীর রাত এবং হোক্কাইদো জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত তুষারঝঞ্ঝা অব্যাহত থাকার পূর্বাভাষ রয়েছে।

    হোক্কাইদোতে ঘন্টাপ্রতি ৯০ কিলোমিটার পর্যন্ত এবং তোহোকু অঞ্চলে ঘন্টাপ্রতি ৭২ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে, যার গতি মাঝে মাঝে বৃদ্ধি পেয়ে ঘন্টাপ্রতি ১শো ২৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

    হোক্কাইদো এবং তোহোকু অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৫ মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে ব’লে কর্মকর্তারা হুঁশিয়ার ক’রে দিয়েছেন।

    প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং উঁচু ঢেউয়ের ফলে পরিবহণে কিছু কিছু বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও সতর্ক ক’রে দিয়েছেন তারা। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে পর্যন্ত যা খবর, প্রধানত হোক্কাইদো’র উত্তরাঞ্চলে চারটি এক্সপ্রেস সহ প্রায় ৬০টি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

    জাপানি চলচ্চিত্র “মিরাই”র এন্নি পুরষ্কার লাভ

    শনিবার লস এঞ্জেলসে জাপানি পরিচালক মামোরু হোসোদার চলচ্চিত্র “মিরাই” স্বতন্ত্র নির্মাতাদের তৈরি সেরা এনিমেশন চলচ্চিত্রের জন্য “এন্নি” পুরষ্কার লাভ করেছে।

    এই পুরষ্কারকে এনিমেশন চলচ্চিত্রের অস্কার বলে গণ্য করা হয়।

    “মিরাই” চলচ্চিত্রে নিজের ছোট বোনকে নিয়ে ভবিষ্যৎ কাল থেকে যাত্রা শুরু করা ৪ বছরের একটি ছেলে শিশুর সময় পরিভ্রমণের গল্প তুলে ধরা হয়েছে। এই অভিজ্ঞতা তাকে পারিবারিক বন্ধনের গুরুত্বের বিষয়ে শিক্ষা দেয়।

    ২০১৭ সালে স্টুডিও জিবলি’র “দি রেড টার্টল” চলচ্চিত্রের পর “মিরাই”ই হল এই পুরষ্কারে ভূষিত হওয়া প্রথম জাপানি চলচ্চিত্র।

    এছাড়া, সেরা এনিমেশন চলচ্চিত্র বিভাগে একাডেমী পুরষ্কারের জন্যও মনোনীত হয়েছে “মিরাই”। এ মাসের ২৪ তারিখ অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

    রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় তিন বছর পর ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়।

    এর আগে গত ২৭ জানুয়ারি চার সদস্যের একটি প্রতিনিধি দল মামলার করার জন্য নিউইয়র্ক যান। এই প্রতিনিধি দলে রয়েছেন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ, একই ইউনিটের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং একাউন্ট এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জাকির হোসেন।

    ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া পেমেন্ট অর্ডারের বিপরীতে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

    ২০১৬ সালে ওই ঘটনায় সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাকড করে পাঁচটি বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলংকায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ছয় কোটি ৬৪ লাখ ডলার। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এই অর্থ হ্যাকাররা তুলে নেয়। রিজার্ভ চুরির আলোচিত এই ঘটনা তদন্তে সে সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদন পরবর্তীতে আর প্রকাশ করা হয়নি।

    এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে সম্প্রতি সর্বোচ্চ ৫৬ বছরের কারাদণ্ড ও ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানার আদেশ দিয়েছে ফিলিপাইনের আদালত।

    টোকিও এবং আশপাশের এলাকায় ব্যাপক ইনফ্লুয়েঞ্জার প্রকোপ

    টোকিওর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীর সংখ্যা নতুন এক রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

    কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে এই সপ্তাহে জাপানি রাজধানীর ৪১৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে গড়ে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৪.১৮-এ যা এর এক সপ্তাহ আগের থেকে ১০ এরও বেশি বেশি।

    ১৯৯৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এই গড় সংখ্যা হচ্ছে সর্বোচ্চ এবং গত বছরের জানুয়ারি মাসে করা এর আগের রেকর্ড ৫৪.১ থেকে উপরে।

    কর্মকর্তারা এও বলেন, এর মধ্যে ৭০% H1N1 স্ট্রেইনের যা এক দশক আগে নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জার কারণ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

    টোকিওর আশপাশের জেলাগুলোতেও রেকর্ড সংখ্যক রোগীর খবর পাওয়া যায়।

    টোকিওর উত্তরের সাইতামা জেলায় প্রতি হাসপাতালে গড় রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৪.০৯-এ এবং টোকিওর পূর্বের চিবা জেলায় দাঁড়ায় ৭৩-এ।
    তোচিগি জেলার একটি হাসপাতালে গড় রোগীর সংখ্যা ছিল ৬৭ এবং কানাগাওয়া জেলার অন্য এক হাসপাতালে এই সংখ্যা ছিল ৬৭.৯৪। এইসব সংখ্যা ২০ বছরের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।