জাপানের জাতীয় ঋণের পরিমান রেকর্ড পর্যায়ে উন্নীত
জাপানের জাতীয় ঋণের পরিমাণ, আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারের চেষ্টা চালানো সত্ত্বেও এক নতুন উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
অর্থমন্ত্রনালয়, গতবছর শেষ নাগাদ সরকারের ঋণের পরিমাণ এই প্রথমবারের মত ১ হাজার ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ১০ লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে জানায়।
এ সংখ্যার অর্থ হচ্ছে, জাপানের প্রত্যেক বাসিন্দার মাথাপিছু ঋণের পরিমাণ হচ্ছে প্রায় ৭৯ হাজার মার্কিন ডলার।
ক্রমবর্ধমান বয়োবৃদ্ধ জনসংখ্যার জন্য সামাজিক বীমা ব্যয় নির্বাহ করতে সরকারের বন্ড ছাড়ার ফলস্বরূপ এই বিশাল পরিমাণ ঋণের সৃষ্টি হয়। অন্যান্য ঋণ এবং স্বল্পমেয়াদী বন্ডও এই ঋণের একাংশ।
এপ্রিল মাসে আরম্ভ হতে যাওয়া আগামী অর্থবছরে আরও বন্ড ছাড়ার বিষয় নির্ধারিত রয়েছে। সরকারের প্রণীত বাজেট বিলে, রাজস্ব আয়ের ঘাটতি মেটাতে প্রায় ২৯ হাজার ৬শ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বন্ড ছাড়ার বিষয় উল্লেখিত রয়েছে।