বিশ্বের সবচেয়ে কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশুটি বাড়ি ফিরেছে
টোকিও’র একটি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, শুধুমাত্র ২শ ৬৮ গ্রাম ওজন নিয়ে জন্ম নেয়া একটি শিশু ভাল স্বাস্থ্য নিয়ে বাড়ি ফিরে গেছে। তারা বলছেন, পৃথিবীতে বেঁচে যাওয়াদের মধ্যে সবচেয়ে কম ওজন এই শিশুর।
কেইয়ো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বলছে, গত বছরের আগস্ট মাসে তার মা ২৪ সপ্তাহের গর্ভবতী থাকাকালীন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অপরিণত অবস্থায় শিশুটির জন্ম হয়।
নতুন জন্মানো শিশুদের একটি বিশেষ পরিচর্যা কেন্দ্রে তাকে ছয়মাস রাখা হয়। চিকিৎসকরা বলছেন, চলতি মাসের ২০ তারিখ হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় ঐ ছেলে-শিশুটির ওজন বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২শ গ্রামে উন্নীত হয়।
শিশুটির পরিচর্যার দায়িত্বে থাকা তাকেশি আরিমিৎসু বলেছেন, ৩শ গ্রামের কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশুদের বাঁচার হার ৫০ শতাংশের নিচে হওয়ায় হাসপাতালের কর্মীদের এই শিশুটির ব্যবস্থাপনা খুব পুঙ্খানুপুঙ্খভাবে করতে হয়েছে।
আরিমিৎসু বলেছেন, শিশুটিকে বাড়ি নিয়ে যেতে পারায় তার বাবা-মা অত্যধিক আনন্দিত হয়েছেন। এছাড়াও, তিনি লোকজনকে এই বিষয়টিও জানাতে চাইছেন যে অতি ছোট শিশুদেরও বাঁচানো সম্ভব।
যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের একটি ডাটাবেসে এরকম ২৩টি শিশুর তালিকা রয়েছে যাদের জন্ম-ওজন ৩শ গ্রামের নীচে হলেও যারা বেঁচে থাকতে পেরেছে।
আর তাদের মধ্যে শুধুমাত্র চারজন ছেলে-শিশু। উল্লেখ্য, এর পূর্বের অতি নিম্ন ওজনের শিশুটি ২০০৯ সালে জার্মানিতে জন্ম নেয়। তার ওজন ছিল ২শ ৭৪ গ্রাম।