সরকার গণভোটের ফলাফল আন্তরিকভাবে গ্রহণ করবে: আবে
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, সরকার ওকিনাওয়া জেলায় একটি মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের জন্য সমুদ্রে জমি ভরাটের কার্যক্রম বাতিল করে দেয়া গণভোটের ফলাফলকে আন্তরিকভাবে গ্রহণ করবে।
আবে সোমবার সাংবাদিকদের বলেন, সরকার প্রকল্পটিকে এগিয়ে নিতে ওকিনাওয়ার জনগণের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।
তিনি বলেন, ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিগুলোর বর্তমান ঘনত্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের গুরু দায়িত্ব রয়েছে জেলার উপর থেকে চাপ কমানো এবং এর জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
আবে এও বলেন যে ফুতেনমা বিমান ঘাঁটি হল বিশ্বের সবচেয়ে বিপদজনক ঘাঁটি এবং একে স্থায়ীভাবে এক জায়গায় রাখার মত অবস্থা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
ঘাঁটি স্থানান্তরে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০ বছর আগে মতৈক্য হয় উল্লেখ করে আবে বলেন বর্তমান ঘাঁটির দখলে থাকা জমি জাপানের কাছে ফেরত দেয়ার প্রক্রিয়া কোনভাবেই প্রলম্বিত করা উচিত হবে না।
প্রধানমন্ত্রী আবে বলেন, তিনি প্রত্যাশা করছেন জনগণ এটা অনুধাবন করতে সক্ষম হবে যে এই প্রকল্পের উদ্দেশ্য হেনোকো’তে নতুন কোন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন নয় বরং বর্তমানে থাকা একটি ঘাঁটির স্থানান্তর মাত্র।
তিনি আরও বলেন, এই ঘাঁটি সরিয়ে ফেললে শব্দ প্রতিরোধী ব্যবস্থার প্রয়োজন হয় এমন বাড়ির সংখ্যা বর্তমানের ১০ হাজার থেকে শূন্যের কোঠায় নেমে আসবে।