• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সরকার গণভোটের ফলাফল আন্তরিকভাবে গ্রহণ করবে: আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, সরকার ওকিনাওয়া জেলায় একটি মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের জন্য সমুদ্রে জমি ভরাটের কার্যক্রম বাতিল করে দেয়া গণভোটের ফলাফলকে আন্তরিকভাবে গ্রহণ করবে।

    আবে সোমবার সাংবাদিকদের বলেন, সরকার প্রকল্পটিকে এগিয়ে নিতে ওকিনাওয়ার জনগণের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

    তিনি বলেন, ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিগুলোর বর্তমান ঘনত্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

    তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের গুরু দায়িত্ব রয়েছে জেলার উপর থেকে চাপ কমানো এবং এর জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

    আবে এও বলেন যে ফুতেনমা বিমান ঘাঁটি হল বিশ্বের সবচেয়ে বিপদজনক ঘাঁটি এবং একে স্থায়ীভাবে এক জায়গায় রাখার মত অবস্থা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

    ঘাঁটি স্থানান্তরে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০ বছর আগে মতৈক্য হয় উল্লেখ করে আবে বলেন বর্তমান ঘাঁটির দখলে থাকা জমি জাপানের কাছে ফেরত দেয়ার প্রক্রিয়া কোনভাবেই প্রলম্বিত করা উচিত হবে না।

    প্রধানমন্ত্রী আবে বলেন, তিনি প্রত্যাশা করছেন জনগণ এটা অনুধাবন করতে সক্ষম হবে যে এই প্রকল্পের উদ্দেশ্য হেনোকো’তে নতুন কোন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন নয় বরং বর্তমানে থাকা একটি ঘাঁটির স্থানান্তর মাত্র।

    তিনি আরও বলেন, এই ঘাঁটি সরিয়ে ফেললে শব্দ প্রতিরোধী ব্যবস্থার প্রয়োজন হয় এমন বাড়ির সংখ্যা বর্তমানের ১০ হাজার থেকে শূন্যের কোঠায় নেমে আসবে।

    ভাঁজ করা যায় এমন ফোন আনছে হুয়াওয়েই

    চীনের বৃহৎ প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েই সর্বসাম্প্রতিক স্মার্টফোন প্রস্তুতকারক হিসেবে ভাঁজ করা যায় এমন স্ক্রিনযুক্ত মোবাইল ফোন আনার কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্যামসাং মাত্রই গত সপ্তাহে বাঁকানো যায় এমন ফোন প্রদর্শন করার পর এই ঘোষণা দেয়া হল।

    হুয়াওয়েই’র ৬.৬ ইঞ্চি যন্ত্রটির ভাঁজ খোলার পর একে ৮ ইঞ্চি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যায়। এটার পঞ্চম প্রজন্মের ৫-জি সক্ষমতা রয়েছে। যার অর্থ হল যেখানে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক রয়েছে সেখানে এই যন্ত্র অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবে।

    তবে উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো কম দামে মিলবে না। বিস্ময়করভাবে ফোনটির মূল্য ধরা হয়েছে দুই হাজার ছয়শো ডলার। নির্বাহীরা জানাচ্ছেন এই ফোন চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পাওয়া যাবে।

    বৈশ্বিক ফোনের চালান স্থবির হয়ে পড়ায় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো ভাঁজ করা যায় এমন স্ক্রিনযুক্ত যন্ত্রের দিকে জোর দিয়েছে।

    তারা আশা করছে এই নতুন প্রযুক্তি স্থবির হয়ে থাকা উচ্চ প্রযুক্তির বাজারে ক্রেতাদের টানতে প্রলুব্ধ করবে।