জাপানি চলচ্চিত্র “মিরাই”র এন্নি পুরষ্কার লাভ

শনিবার লস এঞ্জেলসে জাপানি পরিচালক মামোরু হোসোদার চলচ্চিত্র “মিরাই” স্বতন্ত্র নির্মাতাদের তৈরি সেরা এনিমেশন চলচ্চিত্রের জন্য “এন্নি” পুরষ্কার লাভ করেছে।

এই পুরষ্কারকে এনিমেশন চলচ্চিত্রের অস্কার বলে গণ্য করা হয়।

“মিরাই” চলচ্চিত্রে নিজের ছোট বোনকে নিয়ে ভবিষ্যৎ কাল থেকে যাত্রা শুরু করা ৪ বছরের একটি ছেলে শিশুর সময় পরিভ্রমণের গল্প তুলে ধরা হয়েছে। এই অভিজ্ঞতা তাকে পারিবারিক বন্ধনের গুরুত্বের বিষয়ে শিক্ষা দেয়।

২০১৭ সালে স্টুডিও জিবলি’র “দি রেড টার্টল” চলচ্চিত্রের পর “মিরাই”ই হল এই পুরষ্কারে ভূষিত হওয়া প্রথম জাপানি চলচ্চিত্র।

এছাড়া, সেরা এনিমেশন চলচ্চিত্র বিভাগে একাডেমী পুরষ্কারের জন্যও মনোনীত হয়েছে “মিরাই”। এ মাসের ২৪ তারিখ অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।