জাপানে বিদেশি কর্মীদের পরামর্শ সেবা দেয়ার জন্য অর্থ বরাদ্দের পরিকল্পনা
বিদেশি অধিবাসীদের জন্য কাউন্সেলিং বা পরামর্শ সেবা দেয়ার জন্য দপ্তর স্থাপন করতে স্থানীয় সরকারগুলোকে আর্থিক সহায়তা করবে জাপানের বিচার মন্ত্রণালয়।
আগামী এপ্রিল মাস থেকে চালু হতে যাওয়া নতুন নীতির আলোকে জাপান আরও বেশি বিদেশি কর্মী গ্রহণের প্রেক্ষাপটে সব জেলা এবং অধ্যাদেশ-চিহ্নিত শহরের পাশাপাশি ৪০টি এলাকা, ওয়ার্ড এবং শহর এখন এই পরামর্শ সেবা চালুর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
এই ধরণের দপ্তরগুলোতে বহু ভাষায় পরামর্শ সেবার সুযোগ থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তারা প্রতিটি স্থানীয় সরকারকে প্রায় ১ কোটি ইয়েন বা ৯১ হাজার ডলার প্রদান করবেন।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রথমে স্থানীয় সরকারগুলোর অনুরোধ শুনে মার্চ মাসের মাঝামাঝি নাগাদ তারা অর্থ বরাদ্দের যথাযথ পরিমাণের উপর সিদ্ধান্ত নিবেন।
মন্ত্রণালয় এও বলছে যে এপ্রিল মাস থেকেই অতিরিক্ত সহায়তা দেয়ার পরিকল্পনা তারা করছে।