• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সাপ্পোরো’তে স্নো ফেস্টিভাল আরম্ভ

    জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর সাপ্পোরো শহরে বার্ষিক স্নো ফেস্টিভাল আরম্ভ হয়েছে। তুষার ও বরফের স্থাপত্যকর্ম দেখতে দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন।

    এ বছর উৎসবের ৭০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। শহরের তিনটি স্থানজুড়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ওদোরি পার্কের মূল উৎসবস্থলে ট্রাম্পেট বাজিয়ে তুষার উৎসবের উদ্বোধন করা হয়।

    পার্কে বরফের স্থাপত্যের মধ্যে একটিতে দেখা যাচ্ছে ঐতিহাসিক ঘড়ি দালান এবং লাল ইটের স্থানীয় সরকার ভবনের মত শহরের বৈশিষ্ট্যপূর্ণ চিহ্নগুলোকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে বৃহদাকারের কয়েকটি ঘোড়া। গত সেপ্টেম্বরে হোক্কাইদোতে আঘাত হানা বড় ধরনের একটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে দ্রুত পুনরুদ্ধারের আশার ব্যক্ত করতে এই স্থাপত্য তৈরি করা হয়েছে।

    দর্শনার্থীরা এরকম পাঁচটি বৃহদাকারের স্থাপত্যকর্ম উপভোগ করতে পারেন যেগুলোর উচ্চতা ১০ মিটারেরও বেশি। উৎসবস্থলগুলোতে দু’শোর মত তুষার ও বরফের স্থাপত্যকর্ম প্রদর্শিত হচ্ছে।

    ব্যবসায়ীক কাজে শহরটিতে ভ্রমণ করা ৩০ বছর বয়সী এক ব্যক্তি জানান, স্থাপত্যকর্মগুলো তার মনে দাগ কেটেছে এবং তিনি প্রত্যাশা করছেন যে ভূমিকম্প উপদ্রুত এলাকার দ্রুত পুনরুদ্ধার হবে।

    তুষার উৎসব ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আয়োজকরা বলছেন এই উৎসবে তারা পঁচিশ লক্ষ দর্শনার্থীর প্রত্যাশা করছেন।

    জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাষ

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বাতাস ও ভারী তুষারপাত অব্যাহত থাকবে ব’লে পূর্বাভাষ করেছেন।

    আবহাওয়া এজেন্সি জানায়, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি শৈত্যপ্রবাহ শক্তি আহরণ করার মধ্যে জাপান সাগরের ওপরে দ্রুত গড়ে উঠছে দুটি নিম্নচাপ।

    তোহোকু অঞ্চলে সোমবার গভীর রাত এবং হোক্কাইদো জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত তুষারঝঞ্ঝা অব্যাহত থাকার পূর্বাভাষ রয়েছে।

    হোক্কাইদোতে ঘন্টাপ্রতি ৯০ কিলোমিটার পর্যন্ত এবং তোহোকু অঞ্চলে ঘন্টাপ্রতি ৭২ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে, যার গতি মাঝে মাঝে বৃদ্ধি পেয়ে ঘন্টাপ্রতি ১শো ২৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

    হোক্কাইদো এবং তোহোকু অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৫ মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে ব’লে কর্মকর্তারা হুঁশিয়ার ক’রে দিয়েছেন।

    প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং উঁচু ঢেউয়ের ফলে পরিবহণে কিছু কিছু বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও সতর্ক ক’রে দিয়েছেন তারা। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে পর্যন্ত যা খবর, প্রধানত হোক্কাইদো’র উত্তরাঞ্চলে চারটি এক্সপ্রেস সহ প্রায় ৬০টি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।