সাপ্পোরো’তে স্নো ফেস্টিভাল আরম্ভ
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর সাপ্পোরো শহরে বার্ষিক স্নো ফেস্টিভাল আরম্ভ হয়েছে। তুষার ও বরফের স্থাপত্যকর্ম দেখতে দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন।
এ বছর উৎসবের ৭০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। শহরের তিনটি স্থানজুড়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ওদোরি পার্কের মূল উৎসবস্থলে ট্রাম্পেট বাজিয়ে তুষার উৎসবের উদ্বোধন করা হয়।
পার্কে বরফের স্থাপত্যের মধ্যে একটিতে দেখা যাচ্ছে ঐতিহাসিক ঘড়ি দালান এবং লাল ইটের স্থানীয় সরকার ভবনের মত শহরের বৈশিষ্ট্যপূর্ণ চিহ্নগুলোকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে বৃহদাকারের কয়েকটি ঘোড়া। গত সেপ্টেম্বরে হোক্কাইদোতে আঘাত হানা বড় ধরনের একটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে দ্রুত পুনরুদ্ধারের আশার ব্যক্ত করতে এই স্থাপত্য তৈরি করা হয়েছে।
দর্শনার্থীরা এরকম পাঁচটি বৃহদাকারের স্থাপত্যকর্ম উপভোগ করতে পারেন যেগুলোর উচ্চতা ১০ মিটারেরও বেশি। উৎসবস্থলগুলোতে দু’শোর মত তুষার ও বরফের স্থাপত্যকর্ম প্রদর্শিত হচ্ছে।
ব্যবসায়ীক কাজে শহরটিতে ভ্রমণ করা ৩০ বছর বয়সী এক ব্যক্তি জানান, স্থাপত্যকর্মগুলো তার মনে দাগ কেটেছে এবং তিনি প্রত্যাশা করছেন যে ভূমিকম্প উপদ্রুত এলাকার দ্রুত পুনরুদ্ধার হবে।
তুষার উৎসব ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আয়োজকরা বলছেন এই উৎসবে তারা পঁচিশ লক্ষ দর্শনার্থীর প্রত্যাশা করছেন।