জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাষ

জাপানের আবহাওয়া কর্মকর্তারা দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বাতাস ও ভারী তুষারপাত অব্যাহত থাকবে ব’লে পূর্বাভাষ করেছেন।

আবহাওয়া এজেন্সি জানায়, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি শৈত্যপ্রবাহ শক্তি আহরণ করার মধ্যে জাপান সাগরের ওপরে দ্রুত গড়ে উঠছে দুটি নিম্নচাপ।

তোহোকু অঞ্চলে সোমবার গভীর রাত এবং হোক্কাইদো জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত তুষারঝঞ্ঝা অব্যাহত থাকার পূর্বাভাষ রয়েছে।

হোক্কাইদোতে ঘন্টাপ্রতি ৯০ কিলোমিটার পর্যন্ত এবং তোহোকু অঞ্চলে ঘন্টাপ্রতি ৭২ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে, যার গতি মাঝে মাঝে বৃদ্ধি পেয়ে ঘন্টাপ্রতি ১শো ২৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

হোক্কাইদো এবং তোহোকু অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৫ মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে ব’লে কর্মকর্তারা হুঁশিয়ার ক’রে দিয়েছেন।

প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং উঁচু ঢেউয়ের ফলে পরিবহণে কিছু কিছু বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও সতর্ক ক’রে দিয়েছেন তারা। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে পর্যন্ত যা খবর, প্রধানত হোক্কাইদো’র উত্তরাঞ্চলে চারটি এক্সপ্রেস সহ প্রায় ৬০টি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।