• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় তিন বছর পর ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়।

    এর আগে গত ২৭ জানুয়ারি চার সদস্যের একটি প্রতিনিধি দল মামলার করার জন্য নিউইয়র্ক যান। এই প্রতিনিধি দলে রয়েছেন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ, একই ইউনিটের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং একাউন্ট এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জাকির হোসেন।

    ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া পেমেন্ট অর্ডারের বিপরীতে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

    ২০১৬ সালে ওই ঘটনায় সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাকড করে পাঁচটি বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলংকায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ছয় কোটি ৬৪ লাখ ডলার। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এই অর্থ হ্যাকাররা তুলে নেয়। রিজার্ভ চুরির আলোচিত এই ঘটনা তদন্তে সে সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদন পরবর্তীতে আর প্রকাশ করা হয়নি।

    এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে সম্প্রতি সর্বোচ্চ ৫৬ বছরের কারাদণ্ড ও ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানার আদেশ দিয়েছে ফিলিপাইনের আদালত।

    টোকিও এবং আশপাশের এলাকায় ব্যাপক ইনফ্লুয়েঞ্জার প্রকোপ

    টোকিওর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীর সংখ্যা নতুন এক রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

    কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে এই সপ্তাহে জাপানি রাজধানীর ৪১৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে গড়ে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৪.১৮-এ যা এর এক সপ্তাহ আগের থেকে ১০ এরও বেশি বেশি।

    ১৯৯৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এই গড় সংখ্যা হচ্ছে সর্বোচ্চ এবং গত বছরের জানুয়ারি মাসে করা এর আগের রেকর্ড ৫৪.১ থেকে উপরে।

    কর্মকর্তারা এও বলেন, এর মধ্যে ৭০% H1N1 স্ট্রেইনের যা এক দশক আগে নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জার কারণ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

    টোকিওর আশপাশের জেলাগুলোতেও রেকর্ড সংখ্যক রোগীর খবর পাওয়া যায়।

    টোকিওর উত্তরের সাইতামা জেলায় প্রতি হাসপাতালে গড় রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৪.০৯-এ এবং টোকিওর পূর্বের চিবা জেলায় দাঁড়ায় ৭৩-এ।
    তোচিগি জেলার একটি হাসপাতালে গড় রোগীর সংখ্যা ছিল ৬৭ এবং কানাগাওয়া জেলার অন্য এক হাসপাতালে এই সংখ্যা ছিল ৬৭.৯৪। এইসব সংখ্যা ২০ বছরের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।