টোকিও এবং আশপাশের এলাকায় ব্যাপক ইনফ্লুয়েঞ্জার প্রকোপ
টোকিওর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীর সংখ্যা নতুন এক রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।
কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে এই সপ্তাহে জাপানি রাজধানীর ৪১৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে গড়ে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৪.১৮-এ যা এর এক সপ্তাহ আগের থেকে ১০ এরও বেশি বেশি।
১৯৯৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এই গড় সংখ্যা হচ্ছে সর্বোচ্চ এবং গত বছরের জানুয়ারি মাসে করা এর আগের রেকর্ড ৫৪.১ থেকে উপরে।
কর্মকর্তারা এও বলেন, এর মধ্যে ৭০% H1N1 স্ট্রেইনের যা এক দশক আগে নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জার কারণ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
টোকিওর আশপাশের জেলাগুলোতেও রেকর্ড সংখ্যক রোগীর খবর পাওয়া যায়।
টোকিওর উত্তরের সাইতামা জেলায় প্রতি হাসপাতালে গড় রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৪.০৯-এ এবং টোকিওর পূর্বের চিবা জেলায় দাঁড়ায় ৭৩-এ।
তোচিগি জেলার একটি হাসপাতালে গড় রোগীর সংখ্যা ছিল ৬৭ এবং কানাগাওয়া জেলার অন্য এক হাসপাতালে এই সংখ্যা ছিল ৬৭.৯৪। এইসব সংখ্যা ২০ বছরের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।