ভাঁজ করা যায় এমন ফোন আনছে হুয়াওয়েই
চীনের বৃহৎ প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েই সর্বসাম্প্রতিক স্মার্টফোন প্রস্তুতকারক হিসেবে ভাঁজ করা যায় এমন স্ক্রিনযুক্ত মোবাইল ফোন আনার কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্যামসাং মাত্রই গত সপ্তাহে বাঁকানো যায় এমন ফোন প্রদর্শন করার পর এই ঘোষণা দেয়া হল।
হুয়াওয়েই’র ৬.৬ ইঞ্চি যন্ত্রটির ভাঁজ খোলার পর একে ৮ ইঞ্চি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যায়। এটার পঞ্চম প্রজন্মের ৫-জি সক্ষমতা রয়েছে। যার অর্থ হল যেখানে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক রয়েছে সেখানে এই যন্ত্র অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবে।
তবে উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো কম দামে মিলবে না। বিস্ময়করভাবে ফোনটির মূল্য ধরা হয়েছে দুই হাজার ছয়শো ডলার। নির্বাহীরা জানাচ্ছেন এই ফোন চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পাওয়া যাবে।
বৈশ্বিক ফোনের চালান স্থবির হয়ে পড়ায় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো ভাঁজ করা যায় এমন স্ক্রিনযুক্ত যন্ত্রের দিকে জোর দিয়েছে।
তারা আশা করছে এই নতুন প্রযুক্তি স্থবির হয়ে থাকা উচ্চ প্রযুক্তির বাজারে ক্রেতাদের টানতে প্রলুব্ধ করবে।