• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে বিনোদনকারীদের জন্য পরামর্শ দানের সেবা চালু করা হবে

    জাপান অ্যাকটরস্‌ ইউনিয়ন, তাকেউচি ইউকো এবং মিউরা হারুমা’র মত অভিনেতাদের আপাতদৃষ্টে আত্মহত্যা করার ধারাবাহিক ঘটনা’র পর, বিনোদন শিল্পের সাথে জড়িত লোকজনকে উপদেশ পরামর্শ দেওয়ার জন্য একটি পরিসেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

    প্রায় ২ হাজার ৬শো অভিনেতা ও কণ্ঠ অভিনেতা এই ইউনিয়নের সদস্য। বিনোদন জগতের লোকেদের পক্ষে যেহেতু সাধারণ মানুষের জন্য দেওয়া পরিসেবা ব্যবহার করতে অসুবিধা হয়, তাই ইউনিয়ন এদের জন্য আলাদা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা করছে এবছরের শেষ দিকের মধ্যে পরিসেবাটি চালু করা সম্ভব হবে।

    ইউনিয়ন বলছে এই পরিসেবায় একটি ব্যবস্থায় বিনোদন জগতের লোকেরা, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবন নির্বিশেষে যেকোনো ব্যাপারে আবেগজনিত মানসিক কষ্টের বিষয়ে ক্লিনিক্যাল মনস্তত্ত্ববিদের কাছ থেকে ইমেইল মারফত উপদেশ-পরামর্শ নিতে পারবেন।

    অন্যান্য ব্যবস্থার মধ্যে থাকবে যৌন হয়রানী সংক্রান্ত ব্যাপারে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং চুক্তি সংক্রান্ত বিষয়ের মত বিভিন্ন ক্ষেত্রে আইনজীবিদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুবিধা।

    টোকিও’তে শুক্রবার নতুন করে ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জাপানের রাজধানীতে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত নতুন করে ২০৪ জনের করোনাভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে।

    নতুন করে সংক্রমিত হওয়া লোকের সংখ্যা পর পর দু’দিন ২০০’র উপরে রয়েছে এবং পর পর ১১ দিন ১০০’র উপরে রয়েছে।

    টোকিও’তে ভাইরাসের পরীক্ষায় ফলাফল পজেটিভ হওয়া লোকের মোট সংখ্যা এখন ৩০ হাজার ৮৮১।