• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাস বৈশ্বিকভাবে লোকজনের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করছে- ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে যে, তাদের জরিপ চালানো ৯০ শতাংশেরও বেশি দেশের গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সেবাকে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বিঘ্নিত বা স্থগিত করেছে।

    ডব্লিউএইচও জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ১৩০টি দেশের উপর এক জরিপ চালায়।

    তারা দেখতে পায় যে, ৯৩% দেশ এই বৈশ্বিক মহামারীর কারণে মানসিক স্বাস্থ্য সেবার উপর প্রভাব পড়ার অভিজ্ঞতা লাভ করেছে।

    ৬৭% দেশ পরামর্শ দেয়া এবং সাইকোথেরাপি’র ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় এবং ৩৫% দেশ জানায় যে জরুরি হস্তক্ষেপও প্রভাবিত হয়েছে।

    ডব্লিউএইচও বলছে, বৈশ্বিক মহামারী মানসিক স্বাস্থ্য সেবার চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটি উল্লেখ করে যে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের কারণে উদ্ভূত মৃত্যু-শোক ও একাকীত্বের জন্য অ্যালকোহলের ব্যবহার এবং অনিদ্রা বেড়েছে।

    ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভোরা ক্যাসটেল সাংবাদিকদের বলেন, “এটি কোভিড’এর একটি বিস্মৃত দিক” এবং বলেন, চ্যালেঞ্জের একটি অংশ হচ্ছে, মানসিক স্বাস্থ্য সেবা খাতে ঐতিহাসিকভাবেই তেমন তহবিল বরাদ্দ দেয়া হয় না।

    জাপানে সপ্তাহান্তে মৌসুমি ঝড়ের আঘাত হানার সম্ভাবনা

    জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান-হোম চলতি সপ্তাহান্ত জুড়ে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে।

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন, চান-হোম মঙ্গলবার জাপানের দক্ষিণের জলসীমার উপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল এবং ধারণা করা হচ্ছে এটি একটি ঝোড়ো এলাকার উদ্ভব ঘটাতে পারে।

    মঙ্গলবার সকালের পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, এই মৌসুমী ঝড় হয়তো বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা জেলার কাছাকাছি চলে আসতে পারে।

    এরপর, এটি হয়তো শনিবার থেকে রবিবারের মধ্যে জাপানের পশ্চিম থেকে পূবের দিকে অগ্রসর হতে পারে।