• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের লোকালয়ে ৫ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক ভালুক দেখতে পাওয়া গেছে

    জাপান সরকারের কর্মকর্তারা ৫ বছরের মধ্যে সারা দেশের বিভিন্ন লোকালয়ে রেকর্ড সংখ্যক ভালুক দেখতে পাওয়ার পরে এক জরুরি বৈঠকের আয়োজন করেছেন।

    এনএইচকে জানতে পেরেছে যে, ১লা সেপ্টেম্বর থেকে ২৩শে অক্টোবরের মধ্যে ভালুকের আক্রমণে কমপক্ষে ৬৩ ব্যক্তি আহত হয়েছেন এবং এদের মধ্যে দু’জন পরে মারা যান।

    সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ এজেন্সির কর্মকর্তারা লোকালয়ে চলে আসা এবং লোকজনকে আক্রমণ করা ভালুক সামাল দেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য সোমবার এক বৈঠক করেন।

    পরিবেশ মন্ত্রণালয়ের নাকাও ফুমিকো বলেন, এ ব্যাপারে জনগণের আগ্রহ বেড়ে চলেছে। তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি আরও আক্রমণ রোধের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

    বৈঠকে অংশগ্রহণকারীদের বলা হয়, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৬৭০টি ভালুককে লোকালয়ে দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

    তারা এও জানতে পারেন যে, ভালুকের খাদ্য ওক গাছের ফল এবং অন্যান্য খাবার তাদের প্রাকৃতিক আবাসভূমিতে দুষ্প্রাপ্য হয়ে পড়েছে।

    কর্মকর্তারা ভালুক নিয়ে তথ্য ভাগাভাগির জন্য স্থানীয় কর্তৃপক্ষসমূহকে আহ্বান জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নিজেদের মধ্যে তথ্য ভাগাভাগির উপায় নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন।

    জাপানে কোম্পানিগুলোর বাড়ি থেকে কাজ করা কর্মীর সংখ্যা ২০ শতাংশেরও কম

    এক নতুন জরিপে দেখা গেছে, জাপানে শুধুমাত্র স্বল্প সংখ্যক লোকজন বাড়ি থেকে কাজ করার নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। এতে দেখা গেছে যে করোনাভাইরাসের বিস্তার রোধে এরকম আহ্বান জানানো সত্ত্বেও ২০ শতাংশেরও কম লোকজন টেলিকমিউটিং বা বাড়িতে থেকে কাজ করছেন।

    বেসরকারি “জাপান উৎপাদনশীলতা কেন্দ্র” চলতি মাসের পূর্বভাগে কোম্পানি কর্মীদের নিয়ে একটি জরিপ চালায়। তারা এটি খুঁজে পেতে চেয়েছিল যে বৈশ্বিক মহামারী বাস্তবক্ষেত্রে জাপানের লোকজনের কাজের ধরনে কোন পরিবর্তন ঘটিয়েছে কিনা।

    ফলাফলে দেখা যাচ্ছে, ১ হাজার ১শ জন উত্তরদাতার মধ্যে মাত্র ১৮ শতাংশ অক্টোবর মাস পর্যন্ত সপ্তাহে অন্তত একদিন বাড়িতে থেকে কাজ করেছেন।

    এই কেন্দ্রের কর্মকর্তারা বলেন, আঞ্চলিক শহর এবং ছোট কোম্পানিগুলোর সম্ভবত টেলিওয়ার্ক অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি-ব্যবস্থা নেই।

    টেলিকমিউটিং এর উৎপাদনশীলতা নিয়ে বাড়িতে থেকে কাজ করা ব্যক্তিদের মধ্যে কমবেশি বিভক্তি রয়েছে। ৫০ শতাংশ বলেছেন, তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং ৪৯ শতাংশ বলেছেন, হ্রাস পেয়েছে।