• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ৪ কোটি ছাড়িয়ে গেছে

    বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে।

    চলতি মাসে ফ্রান্স, জার্মানি, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশ এবং রাশিয়ায় রেকর্ড সংখ্যক দৈনিক সংক্রমণের ঘটনা নিবন্ধন করা হয়।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার আন্তর্জাতিকমান সময় সকাল ৬টায় ৪ কোটি ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮ ছিল বলে জানায়।

    যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৮২ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন। এরপর যথাক্রমে ৭৫ লক্ষ সংক্রমণ নিয়ে ভারত, ৫২ লক্ষ নিয়ে ব্রাজিল এবং ১৪ লক্ষ সংক্রমণ নিয়ে রয়েছে রাশিয়া। কোভিড-১৯’এর কারণে সারা বিশ্ব জুড়ে ১১ লক্ষেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

    ভারত ও ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও ক্রমশ শীতকালের দিকে এগিয়ে চলায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশগুলোতেও এই সংখ্যা বেড়ে চলেছে।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসে প্রথম সংক্রমণের ঘটনাটি নিশ্চিত করার পর থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে সময় লেগেছে ১৬৬ দিন।

    তারা এটিও উল্লেখ করে যে, ২ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে ৪৪ দিন, ৩ কোটিতে পৌঁছাতে লেগেছে ৩৮ দিন এবং চলতি মাসে ৪ কোটি ছাড়িয়ে যেতে সময় লাগে মোট ৩১ দিন।

    টোকিও গেমসকে লক্ষ্য করে রুশ হ্যাকারদের সাইবার হামলা

    বৃটেন জানিয়েছে যে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সার্ভিস চলতি বছরে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক স্থগিত হয়ে যাওয়ার আগে এই গেমস সংশ্লিষ্ট লোকজনকে লক্ষ্য ধরে সাইবার হামলা চালিয়েছিল।

    বৃটিশ সরকার সোমবার জানায়, রাশিয়ার জি-আর-ইউ গোয়েন্দা সংস্থা এই গেমসের আয়োজকবৃন্দ, রসদসামগ্রী সেবা এবং বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে “সাইবার তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান” পরিচালনা করে। এর বেশি কিছু বিস্তারিত তারা জানায়নি।

    বিবিসি আভাস দেয় যে, এই গেমসকে বাধা দেয়ার প্রচেষ্টা হয়তো ডোপিং লঙ্ঘনের জন্য বিভিন্ন খেলা থেকে রাশিয়াকে বহিস্কার করার প্রতিক্রিয়া স্বরূপ করা হয়ে থাকতে পারে।

    বৃটিশ সরকার জানাচ্ছে, জি-আর-ইউ’র সাইবার ইউনিট উত্তর কোরীয় এবং চীনা হ্যাকারের ছদ্মবেশে দক্ষিণ কোরিয়ার ২০১৮ সালের শীতকালীন অলিম্পিককেও লক্ষ্য হিসেবে নিয়েছিল।

    তারা এও জানাচ্ছে, জি-আর-ইউ সম্প্রচারকেন্দ্র, অলিম্পিক কর্মকর্তা এবং অন্যান্যদের লক্ষ্য হিসেবে ধরেছিল এবং এই গেমসের আইটি ব্যবস্থা থেকে উপাত্ত মুছে দেয়ার জন্য নকশা করা বিশেষ ম্যালওয়্যারের প্রয়োগ ঘটিয়েছিল।

    মার্কিন বিচার বিভাগ সোমবার জানায়, ছয় জন জি-আর-ইউ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র, বৃটেন, ইউক্রেন এবং অন্যান্য দেশে ধারাবাহিক কিছু সাইবার হামলা চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে।