• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনা মহামারির বিপজ্জনক পথে কিছু দেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে এবং বিশ্বের কয়েকটি দেশ বিপজ্জনক পথে রয়েছে। আগামী কয়েক মাস খুবই কঠিন হবে ।

    শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে গেব্রেয়াসুস বলেন, আমরা করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে, বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস খুবই কঠিন হতে যাচ্ছে এবং কিছু দেশ বিপজ্জনক পথে রয়েছে।

    তিনি আরো বলেন, অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা বাড়ানোর মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে তাদের আইসোলেশনে পাঠালে দেশগুলোকে আর লকডাউন জারি করতে হবে না।

    টোকিও অলিম্পিকের টিকিট ফেরতযোগ্য হবে

    এনএইচকে জানতে পেরেছে যে, টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটি জাপানে বিক্রিত টিকিটের অর্থ ফেরত দেয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

    করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে চলতি বছর স্থগিত হওয়ার পর আগামী বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচি নির্ধারিত আছে।

    সংশ্লিষ্ট সূত্রসমূহ বলছে, স্থগিতকরণের কারণে লোকজন সম্ভবত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বিবেচনায় টিকিটের মূল্য ফেরত দেয়ার পরিকল্পনা করছে কমিটি।

    তারা বলছেন, নভেম্বরের ১০ তারিখ নাগাদ থেকে অলিম্পিক এবং ডিসেম্বরে প্যারালিম্পিকের জন্য কেনা টিকিট প্রায় ২০ দিন ধরে ফেরত দেয়া গৃহীত হবে।

    উল্লেখ্য, জাপানে প্রায় ৪৪ লক্ষ ৮০ হাজার অলিম্পিক টিকিট এবং প্রায় ৯ লক্ষ ৭০ হাজার প্যরালিম্পিক টিকিট বিক্রি হয়েছে। কমিটি বলেছে, স্থগিতকরণের পরও সেগুলো এখনও বৈধ কারণ ক্রীড়ার সময় সূচি একই রয়েছে।