• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিও গেমসকে লক্ষ্য করে রুশ হ্যাকারদের সাইবার হামলা

    বৃটেন জানিয়েছে যে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সার্ভিস চলতি বছরে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক স্থগিত হয়ে যাওয়ার আগে এই গেমস সংশ্লিষ্ট লোকজনকে লক্ষ্য ধরে সাইবার হামলা চালিয়েছিল।

    বৃটিশ সরকার সোমবার জানায়, রাশিয়ার জি-আর-ইউ গোয়েন্দা সংস্থা এই গেমসের আয়োজকবৃন্দ, রসদসামগ্রী সেবা এবং বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে “সাইবার তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান” পরিচালনা করে। এর বেশি কিছু বিস্তারিত তারা জানায়নি।

    বিবিসি আভাস দেয় যে, এই গেমসকে বাধা দেয়ার প্রচেষ্টা হয়তো ডোপিং লঙ্ঘনের জন্য বিভিন্ন খেলা থেকে রাশিয়াকে বহিস্কার করার প্রতিক্রিয়া স্বরূপ করা হয়ে থাকতে পারে।

    বৃটিশ সরকার জানাচ্ছে, জি-আর-ইউ’র সাইবার ইউনিট উত্তর কোরীয় এবং চীনা হ্যাকারের ছদ্মবেশে দক্ষিণ কোরিয়ার ২০১৮ সালের শীতকালীন অলিম্পিককেও লক্ষ্য হিসেবে নিয়েছিল।

    তারা এও জানাচ্ছে, জি-আর-ইউ সম্প্রচারকেন্দ্র, অলিম্পিক কর্মকর্তা এবং অন্যান্যদের লক্ষ্য হিসেবে ধরেছিল এবং এই গেমসের আইটি ব্যবস্থা থেকে উপাত্ত মুছে দেয়ার জন্য নকশা করা বিশেষ ম্যালওয়্যারের প্রয়োগ ঘটিয়েছিল।

    মার্কিন বিচার বিভাগ সোমবার জানায়, ছয় জন জি-আর-ইউ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র, বৃটেন, ইউক্রেন এবং অন্যান্য দেশে ধারাবাহিক কিছু সাইবার হামলা চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে।

    রেমডেসিভির নিয়ে ডাব্লিওএইচওর নীতি নির্দেশিকা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিওএইচও, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভাইরাস প্রতিষেধক ঔষধ রেমডেসিভির ব্যবহার সংক্রান্ত নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলে জানিয়েছে। উল্লেখ্য, কয়েকটি দেশে কোভিড-১৯এর জরুরি চিকিৎসার জন্য ঔষধটির ব্যবহার চালু রয়েছে।

    গত বৃহস্পতিবার ডাব্লিওএইচওর প্রদত্ত এক ঘোষণায়, সংস্থাটির সমন্বয়ে অনুষ্ঠিত এক ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড-১৯এ সংক্রমিত হয়ে মৃত্যু প্রতিরোধ বা হাসপাতালে অবস্থানের সময় হ্রাস করতে রেমডেসিভিরের সামান্য অথবা কোন কার্যকারিতা না থাকার বিষয় প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করা হয়। বিশ্বের মোট ৩০টি দেশের ৪শর বেশী হাসপাতালে এই পরীক্ষা চালানো হয়।

    গত শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে, ডাব্লিওএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসুস এই বিষয়ে আরও ব্যাখ্যা প্রদান করেন। তিনি, খুব শীগ্রই এবিষয়ে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    ডাব্লিওএইচওর শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামিনাথান, বিশ্বের দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থাগুলো পুনরায় এই ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলের দিকে নজর রেখে রেমডেসিভিরের জরুরি ব্যবহার অব্যাহত রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে উল্লেখ করেন।

    তিনি, ডাব্লিওএইচও আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংস্থার নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলেও উল্লেখ করেন।

    ডাব্লিওএইচও বলছে, বর্তমানে নিউমোনিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসোনই হচ্ছে কোভিড-১৯এ আক্রান্ত গুরুতর রোগীদের জন্য একমাত্র কার্যকর ঔষুধ।

    প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে ছড়াতে পারে করোনা: চীন 

    প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

    সম্প্রতি করোনায় আক্রান্ত হন চীনের শেংডং প্রদেশের কুইংডাও শহরেদুই বন্দর কর্মী। যদিও করোনার কোনও লক্ষণ ছিল না তাদের। তারা আমদানি করা হিমায়িত মাছ, মাংস জাহাজ থেকে নামানোর কাজ করেন। পরীক্ষা করে দেখা গেছে যে ওই প্যাকেটজাত হিমায়িত খাবারে ছিল রয়েছে করোনার জীবাণু। এরপরই চীনের সিডিসির পক্ষ থেকে এমনটি জানানো হলো। তবে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সব প্যাকেটে ভাইরাসের চিহ্ন মেলেনি। তাই প্যাকেটজাত খাবার থেকে করোনা ছড়ানোর ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    এদিকে শনিবার থেকে ১৯টি দেশের ৫৬টি কোম্পানি থেকে প্যাকেটজাত খাবারের আমদানি বন্ধ করে দিয়েছে চীন।

    এর আগে গত জুলাই মাসে চিনের উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের বন্দরে ডালিয়ানের শুল্ক দফতরের কর্মকর্তারা আমদানিকৃত হিমায়িত চিংড়ির প্যাকেজিংয়ে করোনাভাইরাস খুঁজে পেয়েছিলেন। সেই সময় চীন বাইরে থেকে চিংড়ির আমদানি সাময়িক স্থগিত রেখেছিল।

    কোভিড-১৯ প্রতিরোধের পদক্ষেপ অবশ্যই অব্যাহত রাখতে হবে: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জোর দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় ইউরোপের অনেক দেশে বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের প্রয়োজন এখনও রয়ে গিয়েছে পুরোপুরি।

    ডব্লিউএইচও বলছে, ইউরোপে চলতি মাসে দু বার দৈনিক সংক্রমণের মোট সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে যায়।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র ইউরোপের জন্য নিযুক্ত আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি বলেন, ইউরোপে দৈনিক সংক্রমণের ঘটনা দ্বিগুন বৃদ্ধি পেয়ে এপ্রিল মাসের তুলনায় তিন গুনে পৌঁছেছে। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণকারী করোনা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তিনি এও জানান, নিশ্চিত সংক্রমণের সংখ্যা বৃদ্ধির আংশিক কারণ হোল, পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে।

    হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা ও মান উন্নত হওয়ার কথা উল্লেখ করে ক্লুজ জানান যে, ইউরোপে করোনাভাইরাসে প্রাণনাশের সংখ্যা আগের তুলনায় এক পঞ্চমাংশে নেমে এসেছে।

    ডব্লিউএইচও, ইউরোপীয় দেশসমূহকে শীতকালে ইনফ্লুয়েঞ্জার বিস্তারের ওপর ঘনিষ্ঠ নজর রাখতে আহ্বান জানিয়ে বলেছে, ফ্লু এবং কোভিড-১৯ এর জোড়া মহামারী যদি শুরু হয়ে যায়, তাতে বিরাট চাপ পড়বে চিকিৎসা ব্যবস্থার ওপর।

    টোকিওতে শুক্রবার নতুন করে ১৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত তারা ১৮৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করেছে।

    দৈনিক এই সংক্রমিত হওয়ার সংখ্যা গতকালের সংখ্যা ২৮৪ থেকে ১০০ কম, তবে পর পর ৪ দিন ১০০-র উপরে রয়েছে।

    রাজধানীতে বর্তমানে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০৪ জনে।

    তেজস্ক্রিয় পানি বিষয়ে সমাধানে পৌঁছতে চাইছে জাপান

    জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী কাজিইয়ামা হিরোশি বলেছেন যে, সরকার সংকটাপন্ন ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মজুত তেজস্ক্রিয় পানি কিভাবে বর্জ্য হিসেবে ফেলে দেয়া হবে তা নিয়ে যত দ্রুত সম্ভব একটি সমাধানে পৌঁছানোর উপায় খুঁজে দেখছে।

    ২০১১ সালের মার্চ মাসের দুর্ঘটনার সময় গলে যাওয়া পরমাণু জ্বালানি শীতল করার জন্য ব্যবহৃত পানি অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলার জন্য পরিশোধন করা হয়। তবে, ট্রিটিয়াম এবং অন্য কিছু পদার্থ পানির মধ্যে থেকে যায় এবং ফুকুশিমা কেন্দ্রে মজুত এই ধরনের পানির পরিমাণ দিন দিন বেড়ে চলেছে।

    ফেব্রুয়ারি মাসে, সরকারি এক প্যানেল পরিবেশগত এবং অন্যান্য আদর্শমান পূরণ করার পর্যায় পর্যন্ত পাতলা করার পরে এই পানি সমুদ্রে বা বাষ্পাকারে বাতাসে ছেড়ে দেয়ার প্রস্তাব দেয়। প্যানেল এও জানায়, এগুলো হচ্ছে বাস্তবভিত্তিক বিকল্প।

    তারপর থেকে স্থানীয় অধিবাসী এবং মৎস্য, বন ও কৃষি খাতের ব্যবসা পরিচালনাকারীদের মতামত সংগ্রহ করে বিষয়টি নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় তা সরকার বিবেচনা করছে।

    কাজিইয়ামা শুক্রবার সাংবাদিকদের বলেন, চিরদিনের জন্য বিষয়টি সমাধান না করে রেখে দেয়া যাবে না। তিনি এও বলেন, বিভিন্ন বিকল্প বিবেচনা এবং একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।

    জাপানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে শুক্রবার তার দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান প্রধান সমস্যা সামাল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    সুগা সাংবাদিকদের বলেন, জনগণের জন্য কাজ করা একটি মন্ত্রিপরিষদ গঠনের পর এক মাস পেরিয়ে গেছে এবং তিনি অনুভব করছেন, সময় অত্যন্ত দ্রুত চলে যায়। তিনি এও বলেন, গতির বোধগম্যতা সহ এবং কোনরকম দ্বিধা না করে যা করা উচিত তা তিনি পালনের জন্য সবসময় সতর্ক থাকেন।

    তিনি তার একটি নীতিগত লক্ষ্য হিসেবে মোবাইল ফোনের বিল হ্রাসের কথা উল্লেখ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, তিনি দ্রুত কী অর্জন করা যায় তা শুরু করার মধ্য দিয়ে সংস্কার নিয়ে এগিয়ে যাবেন, যাতে করে লোকজন এর উপকারিতা অনুভব করতে পারেন। তিনি এও বলেন, তিনি তার মূল সংকল্পের কথা ভুলে না গিয়ে একের পর এক বিভিন্ন বিষয় সমাধান করবেন।

    উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিশোধের সময়সীমা বর্ধিত করা হল

    ২০টি প্রধান অর্থনীতির একটি গ্রুপ বা জি-২০, করোনাভাইরাস মহামারীর কারণে সমস্যায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার লক্ষ্যে একটি ঋণ পরিশোধের সময়সীমার মেয়াদ ছয় মাস পিছিয়ে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে।

    জি-২০’র অর্থ মন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনররা বুধবার ইন্টারনেটের মাধ্যমে এক বৈঠকে মিলিত হন। ঋণ পরিশোধের সময়সীমার মেয়াদ চলতি বছরের শেষ নাগাদ নির্ধারিত ছিল তবে তা বর্ধিত করার সিদ্ধান্ত নেন তারা।

    আগামী মাসের শেষে নির্ধারিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ঋণের পরিমাণ কমিয়ে আনার মত বিভিন্ন ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করার বিষয়েও তারা সম্মত হন।

    এযাবতকাল পর্যন্ত ঋণ লাঘব সংক্রান্ত আলোচনায় চীনের অংশ গ্রহণ ছিল এক প্রতিবন্ধক। সেখানকার সরকারের সাথে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণের বিস্তারিত নিয়ে কিছুই জানায়নি এবং ঋণ পরিশোধ স্থগিত রাখতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

    জাপানের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিষেধক টিকা প্রস্তুত করতে ২০২২ সাল হয়ে যেতে পারে

    জাপানি ওষুধ কোম্পানিগুলো আভাস দিয়েছে যে দেশের অভ্যন্তরে নির্মিত করোনাভাইরাস প্রতিষেধক টিকা সম্ভবত ২০২২ সাল নাগাদ বিতরণের জন্য প্রস্তুত হবে।

    নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক টিকা উন্নয়ন কাজে জড়িত পাঁচটি ওষুধ কোম্পানি বুধবার ইয়োকোহামা শহরে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে অংশ নেয়। জৈবপ্রযুক্তি প্রদর্শনের একটি অংশ ছিল এটি।

    তারা যে টিকা উন্নয়ন করছে তার বৈশিষ্ট্য এবং একাজে কতটা অগ্রগতি অর্জিত হয়েছে তা কোম্পানিগুলো ব্যাখ্যা করে বলে। ওসাকা ভিত্তিক একটি স্টার্ট আপ কোম্পানি, ডিএনএ জিনকে জড়িত করে নতুন এক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষা শুরু করেছে। ঐ কোম্পানির একজন মুখপাত্র বলেন, উন্নয়ন কাজ মসৃণ ভাবে এগোলেও ব্যাপক হারে উৎপাদনের জন্য টিকাটি প্রস্তুত করতে ২০২২ সালের দ্বিতীয়ার্ধ হয়ে যেতে পারে।

    প্রধান এক ওষুধ কোম্পানির একজন মুখপাত্র বলেন যে আরএনএ বা রাইবোনিউক্লিক এসিড জিন ব্যবহার করে তার কোম্পানি প্রতিষেধক টিকা উন্নয়ন করছে। যত শিগগিরি সম্ভব টিকা উন্নয়ন করতে পারবে বলে কোম্পানির আশা এবং ২০২২ সালকে তারা লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে।

    ওষুধ কোম্পানিগুলো ও চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সংস্থার একজন মুখপাত্র বলেন যে কার্যকারিতা এবং নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষন করে থাকে। টিকা জাপানে বা বিদেশে যেখানেই উন্নয়ন করা হোক না কেন পক্ষপাতহীন ভাবে তারা এর যোগ্যতা বিচার করে দেখবে। উল্লেখ্য, ঐ সংস্থা দেশের অভ্যন্তরে তৈরি ওষুধের মূল্যায়ন করে থাকে।

    ১৭৭টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দিয়েছে টোকিও

    টোকিও মেট্রোপলিটন সরকার বলছে বুধবার ১৭৭টি নতুন করোনাভাইরাস সংক্রমণ তারা নিশ্চিত করেছে।

    টোকিওতে নিশ্চিত হওয়া মোট সংক্রমণের সংখ্যা এখন হচ্ছে ২৮,১৩৬টি।

    রাজধানীতে মারাত্মক অসুস্থ রোগীর সংখ্যা এখন হচ্ছে ২৫, মঙ্গলবারের চাইতে যা দু’টি কম।

    বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতার মাত্রা নামিয়ে আনা বিবেচনা করছে জাপান

    এনএইচকে জানতে পেরেছে যে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারীর কারণে সমগ্র বিশ্বের জন্য আরোপিত ভ্রমণ সতর্কতা নিম্নমুখী করে নেয়া বিবেচনা করে দেখছে।

    মার্চ মাসে মন্ত্রণালয় সারা বিশ্বের জন্য ১ থেকে ৪ পর্যন্ত মাত্রার সতর্কতা তৃতীয় সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ে উন্নীত করে নিয়েছিল এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ জনগণকে দিয়েছিল।

    তবে বিশ্বজুড়ে কিছু দেশ ও শহর এখন লকডাউন কড়াকড়ি শিথিল করে নিতে শুরু করেছে। মন্ত্রণালয় এখন মনে করছে যে জাপানি নাগরিকদের নিয়ন্ত্রণের মুখে পড়তে হওয়া কিংবা বিদেশে আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা এখন সম্ভবত কম।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্কতার মাত্রা প্রথম পর্যায়ে নামিয়ে আনা কিংবা পরামর্শ পুরোপুরি তুলে নেয়া বিবেচনা করে দেখছেন।

    মন্ত্রণালয় একই সাথে সংক্রামক রোগের সতর্কতাও জারি করে।

    লোকজনকে ভ্রমণ বাতিল করে দিতে বলা হওয়া তৃতীয় পর্যায়ের সতর্কতা বেশ কয়েকটি দেশ ও ভূখণ্ডের জন্য জারি করা হয়েছিল।

    মন্ত্রণালয় এখন এটা দ্বিতীয় পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা করছে, লোকজনকে যেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়। আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরুর পথ তৈরি করে দেয়ার পরিকল্পনা এর মধ্যে দিয়ে করা হচ্ছে।

    জাপানে তাইফুন হাগিবিসের আঘাতের ১ বছর পূর্ণ

    সোমবার জাপানে তাইফুন হাগিবিস আঘাত হানার ১ বছর পূর্ণ হয়েছে। এটি পূর্ব ও উত্তর-পূর্ব জাপান জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি বয়ে আনে যা প্রাণঘাতী বন্যা ও কাদাধ্বসের সৃষ্টি করেছিল। এর ফলে ৯ হাজার ৪শ’রও বেশি মানুষ স্থানান্তরিত হন এবং বর্তমানে তাদের অধিকাংশই অস্থায়ী নিবাসে বাস করছেন।

    ভূমি মন্ত্রণালয় জানাচ্ছে, দেশজুড়ে ১শ ৪২টি স্থানে কেন্দ্রীয়ভাবে বা জেলা প্রশাসনের রক্ষণাবেক্ষণ করা নদীগুলোর তীর বা বাঁধ ধ্বসে যায়। মন্ত্রণালয় আরও জানাচ্ছে যে ৩শ ২৫টি নদী তীর উপচে প্রবাহিত হয় এবং ৯শ ৫২টি স্থানে ভূমিধ্বস এবং অন্যান্য কাদা সংশ্লিষ্ট দুর্যোগ ঘটে।

    সড়ক, দালান এবং অন্যান্য স্থাপনার ক্ষেত্রে অনুমিত হিসাব অনুযায়ী ১ লক্ষ ৮৬ হাজার কোটি ইয়েন বা প্রায় ১ হাজার ৭শ ৬০ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি ঘটে। ১৯৬১ সালে তুলনামূলক উপাত্ত সংগৃহীত হবার পর থেকে এটি ছিল কোন একক বৃষ্টি জনিত দুর্যোগ থেকে সৃষ্ট সর্বোচ্চ ক্ষয়ক্ষতি।

    এনএইচকে দেশজুড়ে স্থানীয় সরকারগুলোর সাক্ষাতকার নিয়ে জানতে পারে যে গত বুধবার পর্যন্ত এই দুর্যোগ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ছিল ১শ ১৩। এর পাশাপাশি আরও দু’জন নিখোঁজ আছেন।

    কাদাধ্বস এবং নদীর পানি উপচে যাওয়ার মত হাগিবিস সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ৯২ জনের মৃত্যু ঘটে। আর অন্যরা প্রাণ হারিয়েছেন এই ঝড় পরবর্তী অপ্রত্যক্ষ প্রভাবে।

    ১১ জেলায় মোট ৯ হাজার ৪শ ১৯ ব্যক্তি এখন প্রিফেব্রিক্যাটেড বা কারখানা থেকে নির্মাণ করে আনা ইউনিট এবং ভাড়া করা এপার্টমেন্টের মত অস্থায়ী নিবাসে বাস করছেন।
    অনেক এলাকায় এখনও নদীর ভাঙ্গা বাঁধ’সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কাঠামোর পুনরুদ্ধার কাজ অব্যাহত আছে।

     
     

    জাপানে জরিপে দেখা গেছে, শিশুদের জীবনযাত্রা করোনাভাইরাসের কারণে বিঘ্নিত হচ্ছে

    জাপানে এক জরিপে দেখা গেছে যে অনেক শিশুর ঘুমানোর অভ্যাস করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রভাবিত হচ্ছে।

    জাতীয় শিশু স্বাস্থ্য এবং বিকাশ কেন্দ্রের একদল বিশেষজ্ঞ এই মহামারীর প্রভাব পর্যালোচনা করার জন্য ১৭ বছর বয়সী শিশু এবং তাদের পিতামাতাকে লক্ষ্য ধরে অনলাইনে এক জরিপ চালান। সেপ্টেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত তারা সাড়ে ৪ হাজারের বেশি উত্তরদাতার সাড়া পান।

    মহামারীর আগের সময় থেকে শিশুদের ঘুমাতে যাওয়ার সময় পরিবর্তিত হয়ে কিনা জিজ্ঞাসা করা হলে তিন বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বয়সের ১৭% শিশু জানায়, তাদের ঘুমাতে যাওয়ার সময় এক ঘণ্টা বিলম্বিত হয় বা অনিয়মিত হয়ে পড়েছে। এই সংখ্যা চতুর্থ শ্রেণী বা এর উপরের ক্লাসের শিশুদের মধ্যে বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশে।

    ঘুম কেমন হচ্ছে সে বিষয়ে ৪২% শিশু বলে, সকালে ঘুম থেকে উঠতে তাদের সমস্যা হচ্ছে।

    এই জরিপ চালানো ডা. হানগাই মাইউমি বলেন, স্কুল খুলে যাওয়ায় শিশুদের আবার একটি স্বাভাবিক সময়ে ঘুম থেকে ওঠা শুরু হয়েছে, তবে তাদের ঘুমাতে যাওয়ার সময় একইরকম রয়েছে। তিনি ইঙ্গিত দেন, দৈনন্দিন রুটিনে একটি বিঘ্নতার শিশুদের মধ্যে স্ট্রেসের কারণ হওয়ার প্রবণতা রয়েছে।

     
     

    করোনাভাইরাস বৈশ্বিকভাবে লোকজনের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করছে- ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে যে, তাদের জরিপ চালানো ৯০ শতাংশেরও বেশি দেশের গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সেবাকে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বিঘ্নিত বা স্থগিত করেছে।

    ডব্লিউএইচও জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ১৩০টি দেশের উপর এক জরিপ চালায়।

    তারা দেখতে পায় যে, ৯৩% দেশ এই বৈশ্বিক মহামারীর কারণে মানসিক স্বাস্থ্য সেবার উপর প্রভাব পড়ার অভিজ্ঞতা লাভ করেছে।

    ৬৭% দেশ পরামর্শ দেয়া এবং সাইকোথেরাপি’র ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় এবং ৩৫% দেশ জানায় যে জরুরি হস্তক্ষেপও প্রভাবিত হয়েছে।

    ডব্লিউএইচও বলছে, বৈশ্বিক মহামারী মানসিক স্বাস্থ্য সেবার চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটি উল্লেখ করে যে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের কারণে উদ্ভূত মৃত্যু-শোক ও একাকীত্বের জন্য অ্যালকোহলের ব্যবহার এবং অনিদ্রা বেড়েছে।

    ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভোরা ক্যাসটেল সাংবাদিকদের বলেন, “এটি কোভিড’এর একটি বিস্মৃত দিক” এবং বলেন, চ্যালেঞ্জের একটি অংশ হচ্ছে, মানসিক স্বাস্থ্য সেবা খাতে ঐতিহাসিকভাবেই তেমন তহবিল বরাদ্দ দেয়া হয় না।

    জাপানে সপ্তাহান্তে মৌসুমি ঝড়ের আঘাত হানার সম্ভাবনা

    জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান-হোম চলতি সপ্তাহান্ত জুড়ে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে।

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন, চান-হোম মঙ্গলবার জাপানের দক্ষিণের জলসীমার উপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল এবং ধারণা করা হচ্ছে এটি একটি ঝোড়ো এলাকার উদ্ভব ঘটাতে পারে।

    মঙ্গলবার সকালের পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, এই মৌসুমী ঝড় হয়তো বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা জেলার কাছাকাছি চলে আসতে পারে।

    এরপর, এটি হয়তো শনিবার থেকে রবিবারের মধ্যে জাপানের পশ্চিম থেকে পূবের দিকে অগ্রসর হতে পারে।