• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বৈশ্বিক উন্নয়নকে ২০ বছর পিছিয়ে দিয়েছে করোনা’

    প্রাণঘাতী করোনা ভাইরাস বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে । বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে কোটি কোটি মানুষ চরম দারিদ্রতা, রোগ এবং বৈষম্যে ভুগছেন। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস বলেন, আশা করছি ২০২১ সালের শুরুতেই কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। কার্যকর ভ্যাকসিন বের হলে গরীব দেশগুলো যাতে সহজে সেটির ওপরও গুরুত্বারোপ করেছেন বিল গেটস।

    জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন কৃষকের ছেলে ইয়োশিহিদে সুগা

    জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে সোমবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।

    বুধবার আনুষ্ঠানিকভাবে ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রী হবেন বলে খবর প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান।

    মোট ৫৩৪ ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক পরিষদের চেয়ারম্যান প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।

    উত্তর জাপানের গ্রামাঞ্চলের একজন স্ট্রবেরি কৃষকের ঘরে জন্ম নিয়েছিলেন ইয়োশিহিদে সুগা। মেধা আর পরিশ্রমে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদে পরিণত হন।

    এদিকে গত মাসে স্বাস্থ্যকে কেন্দ্র করে পদত্যাগের ঘোষণা দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শিনজো আবে।

    এলডিপি সভাপতি নির্বাচিত হয়েছেন সুগা ইয়োশিহিদে

    জাপানের প্রধান ক্ষমতাসীন দল নিজেদের নতুন নেতা হিসেবে চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদেকে নির্বাচিত করেছে।

    ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদের প্রধানমন্ত্রী আবে শিনযোর উত্তরসূরি হওয়াটা মূলত নিশ্চিত। উল্লেখ্য, স্বাস্থ্যগত সমস্যা সামাল দেয়ার জন্য আবে গতমাসে নিজের পদত্যাগের অভিপ্রায় ঘোষণা করেন।

    ৫শ ৩৫টি ভোটের মধ্যে ৩শ ৭৭টি পেয়ে সুগা তার অপর দুই প্রতিদ্বন্দ্বী এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু এবং দলের বর্তমান নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিওকে পরাজিত করেন।

    সরকারের শীর্ষ এই মুখপাত্র কাজের ক্ষেত্রে তার প্রধান অগ্রাধিকারগুলোকে সনাক্ত করেছেন। তিনি একটি অধিক কার্যকর সরকারের জন্য প্রশাসনিক সংস্কারকে এগিয়ে নিতে চান।
    এছাড়া, লোকজনকে একে অপরকে সহায়তা করতে উৎসাহিত করার পাশাপাশি তিনি এমন একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তুলতে চান যা লোকজনকে সুরক্ষা দিবে।

    আগামী বুধবার জাতীয় সংসদের সদস্যরা দেশের নতুন প্রধানমন্ত্রীকে বেছে নিবেন।

    আর সংসদের উভয় কক্ষই এলডিপি নেতৃত্বাধীন জোটের নিয়ন্ত্রণে থাকায় সুগা যে এতে জয়লাভ করবেন, তা অনেকটাই নিশ্চিত।

    একইদিনের পরের ভাগে নতুন মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করা হবে।

    টোকিওতে নতুন করে ১৮৭টি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত রাজধানীতে নতুন করে ১৮৭টি করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে।

    এটি পর পর চতুর্থদিন টোকিও’তে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার ঘটনা।

    রাজধানীতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৩১-এ।

    গুরুতর উপসর্গ থাকা রোগীর সংখ্যা হচ্ছে মোট ২৪ জন যা বৃহস্পতিবার থেকে ১ জন বেশি।

    এলডিপি’র নেতৃত্বের প্রতিযোগিতায় সুগা এগিয়ে রয়েছেন

    এনএইচকে জানতে পেরেছে যে, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বিদায়ী প্রধানমন্ত্রী আবে শিনযো’র উত্তরসূরী হিসেবে প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র নতুন নেতায় পরিণত হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন।

    বিজয়ী ব্যক্তির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নির্ধারিত হয়ে আছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা দলীয় নেতৃত্বের জন্য এলডিপি’র সাবেক মহাসচিব ইশিবা শিগেরু এবং এলডিপি’র নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    বিজয়ী নির্বাচনের জন্য ৫৩৫টি ভোটের ব্যবস্থা রয়েছে। দলীয় আইনপ্রণেতারা ৩৯৪টি ভোট দেবেন। অবশিষ্ট ভোট আসবে দলের ৪৭টি জেলার প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলো থেকে যাদের প্রত্যেকটির ৩টি করে ভোট থাকবে।

    এনএইচকে এলডিপি’র আইনপ্রণেতা এবং প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলোর সাক্ষাৎকার নিয়েছে এবং জানতে পেরেছে যে, এলডিপি’র আইনপ্রণেতাদের ৭০ শতাংশেরও বেশি সুগা’কে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।

    সুগা উপ-প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রী আসো তারো এবং এলডিপি’র মহাসচিব নিকাই তোশিহিরো’র নেতৃত্বাধীনগুলো সহ ৫টি উপদলের বিস্তৃত সমর্থন অর্জন করেছেন। কোন উপদলের না হয়েও অনেক আইনপ্রণেতা সুগা’কেই সমর্থন করছেন। তিনি প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলোরও সমর্থন পেয়েছেন।

    কিশিদা এবং ইশিবা প্রত্যেকে তাদের নিজেদের উপদল এবং অন্য কয়েকজন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন।

    ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে।

    করোনাভাইরাস সতর্কতা একধাপ নামিয়ে এনেছে টোকিও

    প্রায় দু’মাস ধরে চার মাত্রার সতর্কতা পরিমাপকের সর্বোচ্চ মাত্রায় ধরে রাখার পর টোকিও নতুন সংক্রমণের সাপ্তাহিক হিসাব পড়ে যাওয়ার জবাবে করোনাভাইরাস সতর্কতা একধাপ নিচে নামিয়ে এনেছে।

    টোকিও মেট্রোপলিটন সরকার বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করে দেখার জন্য জনস্বাস্থ্য ও সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

    টোকিও চিকিৎসক সমিতির ভাইস চেয়ারম্যান ইনোকুচি মাসাতাকা ব্যাখ্যা দিয়েছেন যে গত এক সপ্তাহে নতুন সংক্রমণের গড় সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের ১৮৩টি থেকে ১৪৯টিতে নেমে এসেছে।

    তবে ইনোকুচি সতর্ক করে দেন যে হ্রাসের হার মাঝামাঝি ধরনের এবং পরিস্থিতির উপর অব্যাহত নজর রেখে যাওয়া দরকার।

    তিনি বলেছেন নতুন সংক্রমণের সংখ্যা সম্প্রতি স্থিতিশীল হারে হ্রাস পেতে থাকলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। তিনি আরও উল্লেখ করেন যে পূর্বের পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে যখন কিনা সর্বোচ্চ মাত্রার সতর্কতার দরকার হতে পারে।

    বৈঠকের পর টোকিও’র মেট্রোপলিটন সরকার রাজধানীর ২৩টি ওয়ার্ডে বার ও রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার উপর আরোপিত নিয়ন্ত্রণ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাত দশটায় বন্ধ করে দেয়ার সর্বোচ্চ সময়সীমা আগামী মঙ্গলবার শেষ হবে।

    মূল্যায়ন বৈঠক একই সাথে টোকিও’র স্বাস্থ্য সেবা পরিস্থিতির উপরও নজর দেয়। বৈঠক এটা নির্ধারণ করে নিয়েছে যে রাজধানীর চিকিৎসা প্রতিষ্ঠান সমূহ দীর্ঘ সময় ধরে চাপের মুখে আছে এবং এদের সমর্থন করা দরকার। দশ সপ্তাহ ধরে মূল্যায়নে কোনরকম রদবদল ঘটেনি।

    পরবর্তী মহামারির জন্য আরো ভালোভাবে তৈরি হতে হবে: হু

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনাই শেষ মহামারি নয়। পরবর্তী মহামারির জন্য বিশ্বকে আরো ভালোভাবে তৈরি হতে হবে । সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন গেব্রিয়াসুস।

    সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারি পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ মহামারি নয়। তবে পরবর্তী মহামারি যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে পুরো বিশ্ব। কারণ এই মহামারি বড়ো শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।

    একইসঙ্গে তিনি বলেন, এই মহামারি থেকে শিক্ষা নিয়ে প্রতিটি দেশের সরকার যেন জনস্বাস্থ্য খাতে খরচ বাড়ায় আরও। তাহলে এই লড়াই লড়তে ভবিষ্যতে অনেকটাই সুবিধা হবে।

    গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। যা এখন বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে ইতোমধ্যে প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত বিশ্বে ২ কোটি ৬১ লাখের চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

    এলডিপি’র সভাপতি নির্বাচনের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু

    জাপানের প্রধান ক্ষমতাসীন দলের পরবর্তী নেতা বেছে নেয়ার জন্য প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি হবার প্রত্যাশায় তিনজন প্রার্থী তাদের বক্তব্য তুলে ধরছেন। বিজয়ী ব্যক্তির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার বিষয়টি নির্ধারিত হয়ে আছে।

    স্বাস্থ্যগত কারণে আবে শিনযো পদত্যাগের পরিকল্পনা ঘোষণার পর এই প্রতিযোগিতা শুরু হয়।

    এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু, চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে এবং এলডিপির নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও নেতৃত্বের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

    এই প্রতিযোগিতার মুখ্য বিষয়গুলো হচ্ছে আবে প্রশাসনের নীতিসমূহ এগিয়ে নেয়া হবে কিনা বা হলে তার উপায় কি হবে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারী মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ এবং অর্থনৈতিক ও আঞ্চলিক পুনরুজ্জীবন।

    আগামী সপ্তাহের সোমবার জাতীয় সংসদের উভয় কক্ষের এলডিপির আইনপ্রণেতাদের একটি সাধারণ সভায় এই ভোট অনুষ্ঠিত হবে।

    প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ ৫শ ৩৫টি ভোটের জন্য লড়বেন যার মধ্যে ৩শ ৯৪ জন এলডিপির আইনপ্রণেতার প্রত্যেকের একটি ভোটের পাশাপাশি দেশের ৪৭টি জেলার প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলোর প্রত্যেকটির তিনটি করে ভোট থাকবে।

    এদিকে, এলডিপির সাতটি উপদলের মধ্যে পাঁচটিরই সমর্থন নিশ্চিত করায় সুগা দৃশ্যত প্রতিযোগিতায় সামনের সারিতে আছেন।

    সে কারণে ইশিবা এবং কিশিদা মূলত দলের সাধারণ সদস্যদের সমর্থন লাভের উপর মনোযোগ নিবদ্ধ করেছেন।

    জাপানে করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ৫শ কোম্পানি দেউলিয়া

    জাপানি বাণিজ্য নিয়ে এক সমীক্ষায় দেখা গেছে যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ফেব্রুয়ারি মাসে প্রথম একটি কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়ার পর থেকে এই সংখ্যা প্রায় ৫০০’তে গিয়ে পৌঁছেছে।

    এ সংক্রান্ত গবেষণা নিয়ে কাজ করা কোম্পানি তেইকোকু ডাটাব্যাংক জানায়, গত শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ৪৮৯-এ গিয়ে পৌঁছায়। এই সংখ্যার মধ্যে সেইসব কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে বা পরিচালনা বন্ধ হয়ে পড়ার পর বৈধ তরলীকরণ প্রক্রিয়া শুরু করেছে।

    এর মধ্যে অধিকাংশই হচ্ছে রেস্তোরাঁ খাতের। এর পরে রয়েছে আবাসিক স্থাপনাগুলো এবং পোষাকের খুচরা বিক্রেতারা।

    পৃথকভাবে টোকিও শোকো রিসার্চ ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা নিয়ে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এক সমীক্ষা চালায়।

    ৮.৫% উত্তরদাতা জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দ্রুত অবসান না হলে, তারা হয়তো বাণিজ্য বন্ধ করে দেবে।

    সারা দেশ জুড়ে প্রায় ৩৬ লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি আকারের কোম্পানি রয়েছে বলে অনুমান করা হয়। এর অর্থ হচ্ছে, এগুলোর মধ্যে ৩ লক্ষেরও বেশি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে।

    তাইফুন হাইশেনের প্রভাবে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি

    তাইফুন হাইশেন জাপানের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কিউশু অতিক্রম করে গেলেও দেশটির কর্তৃপক্ষসমূহ লোকজনকে সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে।

    ঝড়টি জাপানের কিউশু এবং চুগোকু অঞ্চলে জোরালো হাওয়া এবং ভারী বৃষ্টি বয়ে আনে। এটির কারণে দেশের অন্যান্য বেশকিছু অঞ্চলেও ভারী বৃষ্টিপাত ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ ভূমিধ্বস, নদীর পানি ফুলে ওঠা এবং নিম্নাঞ্চলে প্লাবনের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।

    কিউশু’তে অন্ততপক্ষে ৪৬ ব্যক্তি আহত হয়েছেন। মিয়াযাকি জেলার কর্তৃপক্ষসমূহ বলছে, একটি ভূমিধ্বসের কারণে কয়েকটি দালান অদূরের নদীগর্ভে ভেসে যাওয়ার কারণে চার ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

    কিছু খামারও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। নাগাসাকি জেলায় দমকা হাওয়ার কারণে অনেক গ্রীনহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, তাদের ফসলগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

    তাইফুনের কারণে প্রধানত কিউশু’তে ৩ লক্ষেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিষেবা কোম্পানিগুলো বলছে, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর কাজ শুরু করা হবে।

    সোমবার দুপুর আড়াইটা নাগাদ ছয়টি জেলার প্রায় ৮ লক্ষ ৭০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশের অধীনে ছিলেন।

    ঘুর্ণিঝড়টি যোগাযোগ ব্যবস্থায়ও বিঘ্ন ঘটাচ্ছে। সোমবার প্রায় ৫শ ৮০টি অভ্যন্তরীণ বিমান যাত্রা বাতিল করা হয়। এগুলোর মধ্যে শিকোকু ও চুগোকুর পাশাপাশি কিউশু অঞ্চলের মধ্যে আসা-যাওয়া করা বিমান অন্তর্ভুক্ত রয়েছে।

    কিউশুর সকল শিনকানসেন বুলেট ট্রেনের পাশাপাশি হাকাতা ও হিরোশিমার মধ্যে চলাচল করা সানিয়ো শিনকানসেন বুলেট ট্রেনগুলোর যাত্রাও বাতিল করা হয়েছে।

    জাপানের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’

    জাপানের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কত টাইফুন হাইসেন। কয়েকদিনের মধ্যেই এটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত করেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো জানিয়েছেন, টাইফুন হাইসেন মোকাবেলায় ইতোমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

    জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের পানিতে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তারা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর জনমনে।

    হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। বাতাসের এর গতি থাকবে ঘন্টায় ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে রবি অথবা সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন।

    ইতিমধ্যেই জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে। অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে ইতোমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

    সতর্কতা বজায় রাখতে আবহাওয়া কর্মকর্তাদের আহ্বান

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা, সামান্য দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম জাপান অভিমুখে তাইফুন “হাইশেন” এগিয়ে আসতে থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    আবহাওয়া সংস্থার কর্মকর্তারা, আজ সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উক্ত আহ্বান জানান।

    সাংবাদিকদের কাছে আবহাওয়ার সংস্থার কর্মকর্তা নাকামোতো ইয়োশিহিসা, ওকিনাওয়া ও আমামি অঞ্চলের দ্বীপগুলোতে মারাত্মক ঝড়ো বাতাস ও উঁচু ঢেউ প্রত্যক্ষ করা হয়েছে বলে উল্লেখ করেন।

    তাইফুন সংক্রান্ত সর্ব সাম্প্রতিক উপাত্তের ভিত্তিতে কর্মকর্তারা, কাগোশিমা জেলায় জরুরি সতর্কতা জারির সম্ভাবনা কম বলে জানান। তবে তারা, তাইফুনের আনুমানিক সর্বোচ্চ বাতাসের গতিবেগের মাত্রার কোন বড় ধরণের পরিবর্তন না থাকায় নিজেদের সুরক্ষা ব্যবস্থা না কমাতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    তাইফুন “হাইশেন”এর কেন্দ্রভাগের কাছাকছি বাতাসের গতিবেগ হচ্ছে ঘণ্টায় ১৬২ কিলোমিটার যা সর্বোচ্চ ২১৬ কিলোমিটারে উন্নীত হচ্ছে। এটির কেন্দ্রভাগের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ৯৪৫ হেক্টোপাস্কাল।

    আবহাওয়া কর্মকর্তারা, আজ সন্ধ্যা ৫টা নাগাদ তাইফুন “হাইশেন” কাগোশিমা জেলার ইয়াকুশিমা দ্বীপের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে জানান। তাঁরা, তাইফুনটি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল বলে উল্লেখ করেন।

    কর্মকর্তারা, স্থানীয় সরকারগুলো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ বা পরামর্শ জারি করলে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তাঁরা, নিরাপদ স্থানে সরে যাওয়া বাধাগ্রস্ত করতে পারে এমন মারাত্মক ঝড়ো বাতাস আরম্ভ হওয়ার আগেই পদক্ষেপ নেয়া ভাল হবে বলে উল্লেখ করেন।

    ভূমি মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা, কিউশু দ্বীপের কাগোশিমা, মিয়াযাকি ও কুমামোতো জেলার বৃহদাকারের নদীগুলোর তীর প্লাবিত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে জানান।

    মিয়াযাকি জেলার অনেক হোটেল, বাড়িঘর ছেড়ে আসা লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে। আজ, পাহাড়ের উপরে অবস্থিত একটি হোটেলের ১০১টি কক্ষের সবগুলো সংরক্ষণ করা হয়ে গেছে। হোটেলটির ব্যবস্থাপক, বছরের এসময়ে হোটেলের সবগুলো কক্ষ পরিপূর্ণ হওয়া অস্বাভাবিক বলে উল্লেখ করেন।

    তাইফুন, প্রধান পরিবহন নেটওয়ার্কগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আজ, ৫শর বেশী ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর অধিকাংশ কিউশুর দক্ষিণাঞ্চল ও ওকিনাওয়ায় আসা যাওয়ার কথা ছিল।

    কিউশু শিনকানসেন বুলেট ট্রেনের পরিচালনাকারী কোম্পানি, আজ আংশিক এবং আগামীকাল ট্রেন চলাচল পুরোপুরি বাতিল করা হয়েছে বলে জানায়।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও লোকজনকে নিরাপদ স্থান সরে যেতে বিশেষজ্ঞের আহ্বান

    মহামারী বিদ্যা বিষয়ক একজন বিশেষজ্ঞ, করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও কোন রকমের দ্বিধা ছাড়াই আসন্ন টাইফুন এগিয়ে যাওয়ার পথের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

    তোহোকু চিকিৎসা ও ওষুধ বিশ্ববিদ্যালয়ের কাকু মিৎসুও, সংক্রমণের ঝুঁকি বিরাজ করায় কিছু সংখ্যক লোকজন জনবহুল আশ্রয়কেন্দ্রে সরে যেতে উদ্বিগ্ন বোধ করতে পারেন বলে জানান।

    তবে তিনি, আশ্রয়কেন্দ্রগুলোতে কার্যকর সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে উল্লেখ করে এও বলেন যে টাইফুন বা বন্যার ঝুঁকি বিরাজ করায় লোকজনের নিরাপদ স্থানে সরে যাওয়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    তিনি, মুখে মাস্ক লাগানো এবং সম্ভব হলে আশ্রয়কেন্দ্রে আগত পরিবারগুলোর মধ্যে ১ মিটার দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

     

    শিশু কল্যাণমূলক তালিকায় ২০ তম স্থানে রয়েছে জাপান

    বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শিশু কল্যাণ বিষয়ক ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে ৩৮টি দেশের মধ্যে জাপান ২০ তম স্থানে রয়েছে।

    বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন বা অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংগঠনের সদস্য ধনী দেশগুলোতে শিশু কল্যাণ বিষয়টি মূল্যায়ন করে দেখে ইউনিসেফ। মানসিক ও শারীরিক কল্যাণের পাশাপাশি বাঁচার জন্য প্রয়োজনীয় দক্ষতা – এই তিন মাত্রার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয়।

    তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস এবং এর পরেই রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যাণ্ড ও ফিনল্যান্ড।

    শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে জাপান তালিকার শীর্ষে থাকলেও মানসিক সুস্থতার ক্ষেত্রে জাপান ছিল তালিকায় সর্বনিম্নে থাকা দেশের মাত্র এক স্থান আগে। শারীরিক স্বাস্থ্যের মাপকাঠি ছিল অতিরিক্ত ওজন এবং শিশুদের মধ্যে মৃত্যুর হার। ১৫ বছর বয়সের কিশোর কিশোরীদের জীবন নিয়ে সন্তুষ্টি এবং তাদের মধ্যেকার আত্মহত্যার হারের উপর ভিত্তি করে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা হয়েছিল।

    দক্ষতার ক্ষেত্রে জাপানের স্থান হল ২৭, শিক্ষা ক্ষেত্রে পারদর্শিতা বেশি হলেও সামাজিক দক্ষতার ক্ষেত্রে তারা পটু নয়।

    করোনাভাইরাস বিস্তার লাভের আগে সর্বশেষ জরিপটি পরিচালনা করা হয়েছিল বলে ইউনিসেফ জানায়।

    তাইফুন হাইশেন দক্ষিণ-পশ্চিম জাপানের দিকে এগিয়ে আসছে

    জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি শক্তিশালী তাইফুন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দিকে এগিয়ে আসছে এবং শনিবার রাত থেকে সোমবারের মধ্যে সেটা ভূমিতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা তাইফুন হাইশেন আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    এজেন্সি জানাচ্ছে, তাইফুন হাইশেন শুক্রবার বিকেল ৩টার সময়ে জাপানের দক্ষিণে সাগরের উপরে অবস্থান করছে এবং ঘণ্টাপ্রতি ১৫ কিলোমিটার গতিতে সেটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তাইফুনের কেন্দ্রের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ৯২৫ হেক্টোপ্যাসকেল। এর কেন্দ্রের কাছে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ১৮০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং ঝড়ো হাওয়ার গতি ঘণ্টাপ্রতি ২৫২ কিলোমিটার পর্যন্তও পৌঁছাচ্ছে।

    কর্মকর্তারা বলছেন, এই তাইফুন ওকিনাওয়া জেলায় শনিবার রাত থেকে রবিবারের মধ্যে আঘাত হানতে পারে এবং একই শক্তি ধরে রেখে কাগোশিমা জেলার আমামি অঞ্চলের দিকে সোমবার অগ্রসর হবে।