করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও লোকজনকে নিরাপদ স্থান সরে যেতে বিশেষজ্ঞের আহ্বান
মহামারী বিদ্যা বিষয়ক একজন বিশেষজ্ঞ, করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও কোন রকমের দ্বিধা ছাড়াই আসন্ন টাইফুন এগিয়ে যাওয়ার পথের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।
তোহোকু চিকিৎসা ও ওষুধ বিশ্ববিদ্যালয়ের কাকু মিৎসুও, সংক্রমণের ঝুঁকি বিরাজ করায় কিছু সংখ্যক লোকজন জনবহুল আশ্রয়কেন্দ্রে সরে যেতে উদ্বিগ্ন বোধ করতে পারেন বলে জানান।
তবে তিনি, আশ্রয়কেন্দ্রগুলোতে কার্যকর সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে উল্লেখ করে এও বলেন যে টাইফুন বা বন্যার ঝুঁকি বিরাজ করায় লোকজনের নিরাপদ স্থানে সরে যাওয়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি, মুখে মাস্ক লাগানো এবং সম্ভব হলে আশ্রয়কেন্দ্রে আগত পরিবারগুলোর মধ্যে ১ মিটার দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।