তাইফুন হাইশেন দক্ষিণ-পশ্চিম জাপানের দিকে এগিয়ে আসছে

জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি শক্তিশালী তাইফুন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দিকে এগিয়ে আসছে এবং শনিবার রাত থেকে সোমবারের মধ্যে সেটা ভূমিতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা তাইফুন হাইশেন আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

এজেন্সি জানাচ্ছে, তাইফুন হাইশেন শুক্রবার বিকেল ৩টার সময়ে জাপানের দক্ষিণে সাগরের উপরে অবস্থান করছে এবং ঘণ্টাপ্রতি ১৫ কিলোমিটার গতিতে সেটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তাইফুনের কেন্দ্রের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ৯২৫ হেক্টোপ্যাসকেল। এর কেন্দ্রের কাছে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ১৮০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং ঝড়ো হাওয়ার গতি ঘণ্টাপ্রতি ২৫২ কিলোমিটার পর্যন্তও পৌঁছাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, এই তাইফুন ওকিনাওয়া জেলায় শনিবার রাত থেকে রবিবারের মধ্যে আঘাত হানতে পারে এবং একই শক্তি ধরে রেখে কাগোশিমা জেলার আমামি অঞ্চলের দিকে সোমবার অগ্রসর হবে।