জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন নতুন সম্রাট

জাপানি ইতিহাসের নতুন যুগের আজ প্রথম দিন নানা উদযাপন ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। সম্রাট নারুহিতো বুধবার প্রথম প্রহরেই সিংহাসনে আরোহণ করেন এবং এর মধ্য দিয়ে রেইওয়া নামের নতুন এক যুগের সূচনা হয়।

সিংহাসনে আরোহণ উপলক্ষে সম্রাট এরই মধ্যে দু’টো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এর মধ্যে প্রথমটি ছিল সেই অনুষ্ঠান যেখানে সম্রাট তার পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে যে সাম্রাজ্যের প্রতীক লাভ করেছেন তা প্রদর্শন করা হয়। মঙ্গলবার তার পিতা সিংহাসন ত্যাগ করেন। পবিত্র এই তলোয়ার ও রত্ন শতাব্দির পর শতাব্দি ধরে সম্রাটের মর্যাদার প্রমাণ হিসেবে হাতবদল হয়ে আসছে।

এর প্রায় ৩০ মিনিট পর সম্রাট নারুহিতো জনগণের প্রতিনিধিগণের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, সংসদের উভয় কক্ষের প্রধান, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং স্থানীয় সরকারের নেতৃবৃন্দ।

এসময় সম্রাট সিংহাসনে আরোহণের পর প্রথমবারের মত তার বক্তব্য রাখেন।

সম্রাট বলেন, তিনি জাপানের সংবিধান এবং রাজপরিবার সম্পর্কিত আইনের অন্তর্গত বিশেষ পদক্ষেপ আইন অনুযায়ী সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন।
যখন তিনি চিন্তা করেন যে তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে তখন তিনি তার মধ্যে একধরনের গাম্ভীর্য অনুভব করেন।

পেছনে ফিরে তাকালে, এমেরিটাস সম্রাট সিংহাসনে আরোহণের পর থেকে ৩০ বছর ধরে বিশ্ব শান্তি ও জনগণের সুখ প্রার্থনা করে তার উপর অর্পিত প্রতিটি দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং সবসময় জনগণের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। তিনি তার আচরণের মাধ্যমে গভীর সহানুভূতি প্রদর্শন করেছেন। রাষ্ট্রের এবং জাপানের জনগণের একতার প্রতীক হিসেবে এমেরিটাস সম্রাট যে আচরণ প্রদর্শন করেছেন সেজন্য তিনি হৃদয়ের অন্তঃস্থল থেকে তার প্রতি সম্মান জানান এবং তার মূল্যায়ন করেন।

সিংহাসনে আরোহণ করে তিনি শপথ করেন, এমেরিটাস সম্রাট যে পথ অনুসরণ করেছেন তার কাজেও তা গভীর ছাপ রাখবে এবং পূর্ববর্তী সম্রাটেরা যে পথে চলেছেন তিনি তা স্মরণে রাখবেন এবং আত্মোন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন। তিনি আরও শপথ করেন যে সংবিধান অনুযায়ী তিনি কাজ করবেন এবং রাষ্ট্র ও জাপানের জনগণের একতার প্রতীক হিসেবে তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। জনগণের জন্য সবসময় তার চিন্তা থাকবে এবং তিনি তাদের পাশে দাঁড়াবেন।

জনগণের সুখ এবং দেশের আরও উন্নয়নের পাশাপাশি বিশ্বশান্তির জন্য তিনি আন্তরিকভাবে প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রী শিনযো আবে জনগণের পক্ষ থেকে নতুন সম্রাটকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আবে বলেন, সবাই সম্রাটকে রাষ্ট্র এবং জনগণের একতার প্রতীক হিসেবে সম্মান করে। বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে তার সরকার জাপানের একটি গৌরবময় ভবিষ্যৎ নিশ্চিত করতে বদ্ধ পরিকর…দেশটি শান্তিপূর্ণ, প্রত্যাশায় ভরা এবং এমন এক স্থান যার জন্য সবাই গর্ব বোধ করতে পারে। তার সরকার এমন একটি যুগ তৈরি করতে সংকল্পবদ্ধ যেখানে জনগণের হৃদয়ের মিলন ঘটবে এবং তারা তাদের সংস্কৃতির বিকাশ ঘটাবে। জনগণ আন্তরিকভাবে প্রত্যাশা করে যে রেইওয়া যুগ শান্তিপূর্ণ হবে এবং রাজকীয় পরিবারের আরও সমৃদ্ধি ঘটবে।

সম্রাট নারুহিতোর বয়স ৫৯ বছর। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্মগ্রহণকারী প্রথম সম্রাট।

দু’শো বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথমবার একজন জীবিত সম্রাটের কাছে থেকে সিংহাসনে আরোহনের ঘটনা ঘটল।

এছাড়া, প্রথমবারের মত জাপানের আধুনিক ইতিহাসে একজন নতুন সম্রাট এবং একজন সিংহাসন ত্যাগকারী সম্রাট রয়েছেন।