• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • দুপুর পর্যন্ত ১৮ প্রার্থীর ভোট বর্জন

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, হামলা ও আটকসহ নানা অভিযোগ এনে রোববার দুপুর ২টা পর্যন্ত ১৮ জন প্রার্থী ভোট বর্জন করেছেন। এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী ১৫ জন এবং জাতীয় পার্টির দুইজন ও স্বতন্ত্র একজন।
    এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু দুপুর ১২টার পর থেকে এসব প্রার্থী একে একে ভোট বর্জন করার ঘোষণা দেন। দুপুর ২টা পর্যন্ত যেসব প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা হলেন-
    খুলনা-৫ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায় এবং বিএনপির প্রার্থী আমির এজাজ খান, খুলনা-৬ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল কালাম আজাদ, নীলফামারী-৩ আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম, বাগেরহাট-৩ ( মোংলা-রামপাল) আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী মাওলানা শেখ আবদুল ওয়াদুদ, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
    এ ছাড়া সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রোমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী রোমানা মাহমুদ, সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রার্থী গাজী নজরুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী মাওলানা আবদুল হাকিম, ঢাকা-১ থেকে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম, ফরিদপুর-২ (নগরকান্দা-শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ, সিরাজগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, বাগেরহাট-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা শুরা সদস্য মো. আবদুল আলীম, খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজীজুল বারী হেলাল এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আ.ন.ম শামসুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

    জাপান সাগর উপকূল বরাবর প্রচণ্ড তুষারপাত অব্যাহত

    জাপান সাগর উপকূল বরাবর উত্তর এবং পশ্চিম জাপানে, প্রচণ্ড তুষারপাত অব্যাহত রয়েছে।

    আবহাওয়া এজেন্সি জানায় যে, তীব্রতর শীতকালীন আবহাওয়া আরও বেশী পরিমাণ শীতল বায়ু বয়ে এনেছে।

    আজ শনিবার নাগাদ, উত্তর জাপানের ইয়ামাগাতা জেলার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে প্রায় ২ মিটার তুষারপাত ঘটে।

    এই তুষারপাত, প্রধানত: উপকূলীয় অঞ্চলে আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

    আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ঘন্টা সময়ে, নিইগাতা জেলা এবং কান্তো কোশিন অঞ্চলে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হবে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে। অপর দিকে হোক্কাইদো, তোহোকু এবং হোকুরিকুতে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হবে বলে মনে করা হচ্ছে।

    উত্তর জাপানে, তুষার ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। হোকুরিকু অঞ্চলে আগামীকাল পর্যন্ত ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

    কর্মকর্তারা, হিমবাহ এবং বৈদ্যুতিক তার ও গাছে সঞ্চিত তুষার নীচে পড়ার বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।