জাপান সাগর উপকূল বরাবর প্রচণ্ড তুষারপাত অব্যাহত
জাপান সাগর উপকূল বরাবর উত্তর এবং পশ্চিম জাপানে, প্রচণ্ড তুষারপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া এজেন্সি জানায় যে, তীব্রতর শীতকালীন আবহাওয়া আরও বেশী পরিমাণ শীতল বায়ু বয়ে এনেছে।
আজ শনিবার নাগাদ, উত্তর জাপানের ইয়ামাগাতা জেলার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে প্রায় ২ মিটার তুষারপাত ঘটে।
এই তুষারপাত, প্রধানত: উপকূলীয় অঞ্চলে আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ঘন্টা সময়ে, নিইগাতা জেলা এবং কান্তো কোশিন অঞ্চলে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হবে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে। অপর দিকে হোক্কাইদো, তোহোকু এবং হোকুরিকুতে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হবে বলে মনে করা হচ্ছে।
উত্তর জাপানে, তুষার ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। হোকুরিকু অঞ্চলে আগামীকাল পর্যন্ত ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
কর্মকর্তারা, হিমবাহ এবং বৈদ্যুতিক তার ও গাছে সঞ্চিত তুষার নীচে পড়ার বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।