জাপান সরকারের বিদেশী কর্মী সংক্রান্ত পদক্ষেপ অনুমোদন
আজ অনুমোদিত গুচ্ছ সেই পদক্ষেপ এপ্রিল মাস থেকে কার্যকর হতে যাওয়া বড় ধরণের নীতিগত পরিবর্তন চিহ্নিত করা সংশোধিত অভিবাসন আইনের সাথে সঙ্গতিপূর্ণ। বর্তমানে শুধুমাত্র উচ্চ দক্ষতা-সম্পন্ন কর্মীদের জন্য নির্ধারিত স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিম্ন দক্ষতার ব্যাপক ভিত্তিক শ্রমিকদের জন্যেও সহজলভ্য করা হবে।
এপ্রিল মাস থেকে শুরু করে পাঁচ বছর সময় জুড়ে অর্থনীতির ১৪টি খাতে ৩ লক্ষ ৪৫ হাজার পর্যন্ত বিদেশী শ্রমিক জাপান গ্রহণ করবে।
১২৬টি পদক্ষেপের মধ্যে বিদেশী শ্রমিকদের কাছ থেকে দালালদের অন্যায় সুবিধা নেয়া বন্ধের একটি পদক্ষেপ অন্তর্ভুক্ত আছে।
প্রধান শহরগুলোতে বিদেশীদের মাত্রাতিরিক্ত কেন্দ্রীকরণ প্রতিহত করতে বিভিন্ন অঞ্চল ও খাতে বিদেশী শ্রমিকের সংখ্যা সংক্রান্ত তথ্য সরকার নির্দিষ্ট বিরতিতে প্রচার করবে।
থোক পদক্ষেপে এছাড়া বিভিন্ন জনসেবার বেলায় বহু-ভাষা ভিত্তিক সমর্থন ব্যবস্থাও অন্তর্ভুক্ত আছে। সারা দেশ জুড়ে যেমন বিদেশীদের জন্য ১০০টির মত পরামর্শ কেন্দ্র খোলা হবে।
নতুন ব্যবস্থার ভিসা পাওয়ার জন্য প্রয়োজন হওয়া জাপানি ভাষার দক্ষতার পরীক্ষা যে ৯টি দেশে নেয়া হবে সেগুলো হচ্ছে ভিয়েতনাম, ফিলিপিন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, থাইল্যান্ড, মিয়ানমার, মঙ্গোলিয়া ও নেপাল।