Posted by admin on December 9
Posted in Uncategorized
জাপানের সংসদে বিদেশী কর্মী বিল পাশ
জাপানের ক্ষমতাসীন জোট একটি বিতর্কিত বিলকে ডায়েট বা সংসদে পাশ করেছে। সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে এটা পাশ করা হল। এর ফলে বেশি সংখ্যক বিদেশী কর্মী দেশে প্রবেশের অনুমতি পাবে।
বিরোধী শিবিরের তুমুল বিরোধিতার পর শনিবার ভোরে অভিবাসন আইন পরিবর্তনের জন্য বিলটি পাশ হয়। বিলটি সংসদের চলতি অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
জাপানের বয়স্ক এবং কমতে থাকা জনসংখ্যার কারণে সৃষ্ট ব্যাপক শ্রম ঘাটতি মোকাবেলার জন্য বিলটির পরিকল্পনা করা হয়। এই বিল বিদেশীদের জাপানে অবস্থান এবং শ্রমঘন শিল্পে কাজ করার অনুমতি দিবে।
বর্তমানে শুধুমাত্র আইনজীবী এবং গবেষকদের মত অতি দক্ষ পেশাজীবীরাই কাজের জন্য ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন।
নতুন এই ভিসা ব্যবস্থায় দু’টি শ্রেণীবিভাগ রয়েছে। এর একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কারিগরী দক্ষতাসম্পন্ন বিদেশীদের জাপানে সর্বোচ্চ পাঁচ বছর অবস্থান করার অনুমতি দিবে। তবে তারা তাদের পরিবারের সদস্যদের আনতে পারবেন না।
অপরটি, আরও দক্ষ কর্মীদের তাদের পরিবারকে আনার অনুমতি দিবে এবং তাদের পাঁচ বছর অবস্থানের সময়কে অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করবে।
কর্মকর্তারা অনুমান করছেন যে আগামী পাঁচ বছরে তিন লাখ ৪০ হাজার পর্যন্ত বিদেশী কর্মী এই নতুন ভিসা পেতে সক্ষম হবেন।
তারা বলছেন যে নির্মাণখাত, কৃষি, মৎস্য এবং রেস্তোরাঁ শিল্পসহ বেশ কয়েকটি খাতে অতি জরুরি ভিত্তিতে বিদেশী কর্মী প্রয়োজন।