• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে প্রহসন

    বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হলে তা প্রহসন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারেনা। শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, আসন্ন নির্বাচনে বেগম জিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়ার জন্যই তাঁকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। রিটার্নিং অফিসাররা আইন বহির্ভূতভাবে, অন্যায়ভাবে বিএনপি চেয়ারপার্সনের তিনটি মনোনয়নপত্র বাতিল করেছেন। এটা সরকারের ষড়যন্ত্রেরই অংশ। তিনটি আসনে উনার পক্ষে আপিল করা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চললে দেশনেত্রী প্রার্থিতা ফিরে পাবেন। নির্বাচন কমিশনকে বলবো দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ন্যায় বিচার করুন। ইসি সংবিধান ও আইন অনুসরণ করলে এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া অবশ্যই প্রার্থিতা ফিরে পাবেন। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হলে তা হবে একটি বিশাল প্রহসন।

    মার্কিন গাড়ি শিল্প জানাচ্ছে, জাপানের অবশ্যই বাজার উন্মুক্ত করা উচিত

    যুক্তরাষ্ট্রের মটরগাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বলে জাপানের বাজার উন্মুক্ত করার দাবি করেছেন যে, দেশটির সাথে তাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তার প্রধান একটি কারণ হচ্ছে গাড়ি।

    মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন বৃহস্পতিবার এক গণ শুনানির আয়োজন করে। জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার প্রাক্কালে এই শুনানির পদক্ষেপ হাতে নেয়া হয়। এই আলোচনা দ্রুত হলে জানুয়ারি মাসে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

    মার্কিন গাড়ি কর্মী সমিতির একজন পদস্থ কর্মকর্তা বলেন, জাপানের অবশ্যই শুল্কমুক্ত অবরোধ তুলে নেয়া উচিত। এই অবরোধকে তিনি “অবরুদ্ধ ব্যবস্থার এক জাল বলে উল্লেখ করেন যা বিদেশি নির্মাতাদের সফল বিক্রিকে আসলেই কঠিন করে তোলে”।

    তিনি এই বলে জাপানের মুদ্রা নীতি নিয়েও সমালোচনা করেন যে, “জাপান সরকারকে তাদের গাড়ি সস্তা করার জন্য মুদ্রা বাজারে হস্তক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত বলে মনে হয়নি”।

    দুগ্ধজাত শিল্পখাতের একজন পদস্থ কর্মকর্তা মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের কাছে জাপানের কাছ থেকে আরও ছাড় পাওয়ার জন্য চেষ্টা চালানোর অনুরোধ জানান।