মার্কিন গাড়ি শিল্প জানাচ্ছে, জাপানের অবশ্যই বাজার উন্মুক্ত করা উচিত

যুক্তরাষ্ট্রের মটরগাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বলে জাপানের বাজার উন্মুক্ত করার দাবি করেছেন যে, দেশটির সাথে তাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তার প্রধান একটি কারণ হচ্ছে গাড়ি।

মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন বৃহস্পতিবার এক গণ শুনানির আয়োজন করে। জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার প্রাক্কালে এই শুনানির পদক্ষেপ হাতে নেয়া হয়। এই আলোচনা দ্রুত হলে জানুয়ারি মাসে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন গাড়ি কর্মী সমিতির একজন পদস্থ কর্মকর্তা বলেন, জাপানের অবশ্যই শুল্কমুক্ত অবরোধ তুলে নেয়া উচিত। এই অবরোধকে তিনি “অবরুদ্ধ ব্যবস্থার এক জাল বলে উল্লেখ করেন যা বিদেশি নির্মাতাদের সফল বিক্রিকে আসলেই কঠিন করে তোলে”।

তিনি এই বলে জাপানের মুদ্রা নীতি নিয়েও সমালোচনা করেন যে, “জাপান সরকারকে তাদের গাড়ি সস্তা করার জন্য মুদ্রা বাজারে হস্তক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত বলে মনে হয়নি”।

দুগ্ধজাত শিল্পখাতের একজন পদস্থ কর্মকর্তা মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের কাছে জাপানের কাছ থেকে আরও ছাড় পাওয়ার জন্য চেষ্টা চালানোর অনুরোধ জানান।