যুক্তরাষ্ট্র-চীন আলোচনার উপর ঘনিষ্ঠ নজর রাখবে জাপান

জাপানের শিল্পমন্ত্রী হিরোশিগে সেকো আভাষ দিয়েছেন যে জাপানি কোম্পানির উপর সম্ভাব্য প্রতিক্রিয়া যাচাই করে দেখতে মার্কিন ও চীনা কর্মকর্তাদের আসন্ন আলোচনা জাপান ঘনিষ্ঠভাবে অনুসরণ করবে।

আজ এক সংবাদ সম্মেলনে সেকো চীনা রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তের উল্লেখ করেন।

সেকো বলেছেন বিশ্ব অর্থনীতিকে যেটা স্থিতিশীল প্রবৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাবে, যুক্তরাষ্ট্র ও চীনের সেরকম একটি সম্পর্ক গড়ে নেয়া আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।