• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জনতার তরঙ্গ রোধ করা যাবেনা, সেনাবাহিনী মোতায়েন করতে হবে- মীর্জা ফখরুল

    বিএনপির মহাসচিব ও বগুড়া -৬ সংসদীয় আসনের প্রার্থী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। শনিবার বেলা ১১টায় বগুড়ার উডবার্ন পাবলিক
    লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,
    সরকার মামলা হামলা গ্রেফতারের মাধ্যমে দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম আমাদের নির্বাচন থেকে দুরে রাখার চেষ্টা চালাচ্ছে। তারা চায় জনগণ যেন ভোটের দিনে ভোট কেন্দ্রে না যায়। তবে সরকার যতই চেষ্টা করুক আমরা দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্টার স্বার্থে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো।
    সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়টার সাথে বলেন, আমাদের নির্বাচনী প্রচারণায় জনতার যে উত্তাল তরঙ্গ দেখছি, কেউ তা’ রোধ করতে পারবেনা।
    সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল সহ ৭টি সংসদীয় আসনের প্রার্থী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আমাজোন জাপান এবং মেরকারি’র কেইদানরেন’এ যোগদান

    জাপানের সর্ববৃহৎ ব্যবসায়িক সমিতি তাদের র‍্যাংকিং-এ আইটি শিল্পের দু’টি বৃহৎ কোম্পানিকে স্বাগত জানিয়েছে। এগুলো হচ্ছে অনলাইন খুচরা বিক্রেতা আমাজোন জাপান এবং সস্তা ও পুরনো জিনিসপত্রের খোলা বাজার বা ফ্লী মার্কেট অ্যাপ মেরকারি।

    কেইদানরেন বা জাপান ব্যবসায়িক সমিতি বেশি করে কারিগরি কোম্পানিকে তাদের সমিতিতে আনার মাধ্যমে নিজেদের খ্যাতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে। তাদের প্রত্যাশা, এই নতুন সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইওটি’র মত উদীয়মান ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা দাখিল করবে।

    কেইদানরেনকে প্রধানত জাপানের পুরনো শিল্পখাতে কোম্পানির প্রতিনিধি হিসেবে দেখা হয়। ঐতিহ্যগতভাবে বৃহৎ বৃহৎ নির্মাতা কোম্পানির নির্বাহীরা এর নেতৃত্ব দিয়ে থাকেন।

    তবে, দেশের ব্যবসায়িক কাঠামো পরিবর্তিত হচ্ছে, কেননা আইটি এবং সেবা খাতের বিভিন্ন কোম্পানি বেশি করে প্রভাবশালী হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সমিতির সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আরও বেশি করে এইসব কোম্পানিকে আকৃষ্ট করার প্রয়োজন তাদের রয়েছে।