আমাজোন জাপান এবং মেরকারি’র কেইদানরেন’এ যোগদান

জাপানের সর্ববৃহৎ ব্যবসায়িক সমিতি তাদের র‍্যাংকিং-এ আইটি শিল্পের দু’টি বৃহৎ কোম্পানিকে স্বাগত জানিয়েছে। এগুলো হচ্ছে অনলাইন খুচরা বিক্রেতা আমাজোন জাপান এবং সস্তা ও পুরনো জিনিসপত্রের খোলা বাজার বা ফ্লী মার্কেট অ্যাপ মেরকারি।

কেইদানরেন বা জাপান ব্যবসায়িক সমিতি বেশি করে কারিগরি কোম্পানিকে তাদের সমিতিতে আনার মাধ্যমে নিজেদের খ্যাতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে। তাদের প্রত্যাশা, এই নতুন সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইওটি’র মত উদীয়মান ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা দাখিল করবে।

কেইদানরেনকে প্রধানত জাপানের পুরনো শিল্পখাতে কোম্পানির প্রতিনিধি হিসেবে দেখা হয়। ঐতিহ্যগতভাবে বৃহৎ বৃহৎ নির্মাতা কোম্পানির নির্বাহীরা এর নেতৃত্ব দিয়ে থাকেন।

তবে, দেশের ব্যবসায়িক কাঠামো পরিবর্তিত হচ্ছে, কেননা আইটি এবং সেবা খাতের বিভিন্ন কোম্পানি বেশি করে প্রভাবশালী হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সমিতির সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আরও বেশি করে এইসব কোম্পানিকে আকৃষ্ট করার প্রয়োজন তাদের রয়েছে।