নতুন প্রজন্মের শিনকানসেন ট্রেন প্রদর্শিত
জাপানের একটি রেল কোম্পানি, বর্তমানে উন্নয়নরত নতুন শিনকানসেন বুলেট ট্রেনের একটি পরীক্ষামূলক বগী সংবাদ মাধ্যমের সামনে প্রদর্শন করেছে।
আলফা-এক্স নামের ই৯৫৬ ধরনের পরীক্ষামূলক রেল উন্নয়ন করছে পূর্ব জাপান রেল কোম্পানি।
হিয়োগো জেলার কাওয়াসাকি ভারি শিল্প কারখানায় সংবাদ মাধ্যমের সামনে বুধবার প্রথম বগীটি প্রদর্শন করা হয়।বগীর অগ্রাংশটি দৈর্ঘ্যে ১৬ মিটার। অন্যান্য শিনকানসেন ট্রেনের সাথে তুলনা করলে এটি একটু বেশি লম্বা।সুরঙ্গে প্রবেশের সময় শব্দ ও বাতাসের প্রতিরোধ কমিয়ে আনার লক্ষ্যে এটি নকশা করা হয়েছে।
পূর্ব জাপান রেল, নতুন এই ট্রেনের সর্বোচ্চ গতি বৃদ্ধি করে ঘন্টায় ৩৬০ কিলোমিটার করার পরিকল্পনা করছে, যা হল তোহোকু শিনকানসেন ট্রেনের ই-৫ সিরিজের তুলনায় ৪০ কিলোমিটার বেশি।
কোম্পানি অপর আর একটি বগী নির্মাণের পরিকল্পনা করছে যার অগ্রাংশ আরও বেশি দীর্ঘ।আগামী বছর মে মাসে দুটি বগীর কাজ সমাপ্ত হয়ে যাবে।
গতি, শব্দ এবং ভ্রমণের আরাম যাচাই করে দেখার জন্য আরও বেশি পরীক্ষা চালানো হবে। ২০৩০ অর্থ বছরে নতুন এই রেল সেবা চালু করা হবে। সেই সময়েই হোক্কাইদো শিনকানসেন লাইনটি জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইদো জেলার সাপপোরো শহর পর্যন্ত বর্ধিত করা হবে।