• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপান সরকারের বিদেশী কর্মী সংক্রান্ত পদক্ষেপ অনুমোদন

    জাপান সরকার বিদেশীদের জাপানে থাকা ও কাজ করা সহজ করে দেয়ার একগুচ্ছ নীতিগত পদক্ষেপ অনুমোদন করেছে।

    আজ অনুমোদিত গুচ্ছ সেই পদক্ষেপ এপ্রিল মাস থেকে কার্যকর হতে যাওয়া বড় ধরণের নীতিগত পরিবর্তন চিহ্নিত করা সংশোধিত অভিবাসন আইনের সাথে সঙ্গতিপূর্ণ। বর্তমানে শুধুমাত্র উচ্চ দক্ষতা-সম্পন্ন কর্মীদের জন্য নির্ধারিত স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিম্ন দক্ষতার ব্যাপক ভিত্তিক শ্রমিকদের জন্যেও সহজলভ্য করা হবে।

    এপ্রিল মাস থেকে শুরু করে পাঁচ বছর সময় জুড়ে অর্থনীতির ১৪টি খাতে ৩ লক্ষ ৪৫ হাজার পর্যন্ত বিদেশী শ্রমিক জাপান গ্রহণ করবে।

    ১২৬টি পদক্ষেপের মধ্যে বিদেশী শ্রমিকদের কাছ থেকে দালালদের অন্যায় সুবিধা নেয়া বন্ধের একটি পদক্ষেপ অন্তর্ভুক্ত আছে।

    প্রধান শহরগুলোতে বিদেশীদের মাত্রাতিরিক্ত কেন্দ্রীকরণ প্রতিহত করতে বিভিন্ন অঞ্চল ও খাতে বিদেশী শ্রমিকের সংখ্যা সংক্রান্ত তথ্য সরকার নির্দিষ্ট বিরতিতে প্রচার করবে।

    থোক পদক্ষেপে এছাড়া বিভিন্ন জনসেবার বেলায় বহু-ভাষা ভিত্তিক সমর্থন ব্যবস্থাও অন্তর্ভুক্ত আছে। সারা দেশ জুড়ে যেমন বিদেশীদের জন্য ১০০টির মত পরামর্শ কেন্দ্র খোলা হবে।

    নতুন ব্যবস্থার ভিসা পাওয়ার জন্য প্রয়োজন হওয়া জাপানি ভাষার দক্ষতার পরীক্ষা যে ৯টি দেশে নেয়া হবে সেগুলো হচ্ছে ভিয়েতনাম, ফিলিপিন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, থাইল্যান্ড, মিয়ানমার, মঙ্গোলিয়া ও নেপাল।

    শিশুর কান্না থামাবে নতুন জাপানি প্রযুক্তি

    আমাদের কাছে শিশুদের কান্না স্বাভাবিক একটি বিষয়। কিন্তু জাপানিরা জনসম্মুখে শিশুদের কান্না পছন্দ করে না। আর এটা ঠেকাতেই নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটির গবেষকরা।

    জাপানি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হন্ডা’দাবি করেছে, তারা এমন একটি গাড়ি তৈরি করছে যা শিশুদের কান্না থামাতে সাহায্য করবে। হন্ডার দাবি, গর্ভে থাকাকালীন একটি বিশেষ শব্দ বা কম্পন অনুভব করে শিশুরা। এই খেলনা গাড়িটির ইঞ্জিনের শব্দ বা কম্পন হবে ঠিক সেই রকম।

    স্মার্টফোনের মাধ্যমে গাড়িটি চালু করলে সেই শব্দ বা কম্পন শিশুদের কান্না থামাতে সাহায্য করবে বলে দাবি এই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। দীর্ঘ গবেষণার পর উদ্ভাবিত এই গাড়ির নাম ‘সাউন্ড সিটার’। হুন্ডার বিভিন্ন গাড়ির মডেল থেকে ‘এনএসএক্স’ মডেলটিকেই খেলনা গাড়ির মডেল হিসেবে বেছে নেয়া হয়েছে।

    শিশুদের কান্নায় জাপানে প্রায়ই জনগণের অস্বস্তির সম্মুখীন হতে হয় মা-বাবাদের। এর প্রতিকারের জন্য ২০১৬ সালে একদল জাপানি নারী পথে নামেন। এসময় ‘শিশুরা কাঁদলে আমার কোন সমস্যা নেই’ লেখা স্টিকার দেয়া হয় জনগণকে। শিশুদের কান্নায় যাতে অন্যরা বিরক্তিবোধ না করেন অথবা বাবা-মাকে দোষারোপ না করেন, তার জন্যই এ ধরনের প্রচারণা চালানো হয়েছিল।

    ‘সমস্যা’ সমাধানে অবশেষে প্রযুক্তির দ্বারস্থ হলো উদ্ভাবনে ইতিমধ্যে সুনাম কুড়ানো জাপানিরা।