নিসান মোটরের সাবেক চেয়ারম্যান চতুর্থবারের মত আটক
টোকিওর কৌঁসুলিরা নিসান মোটরের সাবেক চেয়ারম্যান কার্লোস গনকে মারাত্মকরকম বিশ্বাস ভঙ্গের সন্দেহে চতুর্থবার আটক করেছেন। জাপানে জামিনে ছাড়া পাওয়া কাউকে কৌঁসুলিদের আটক করা হচ্ছে বিরল ঘটনা। গন সবরকম অভিযোগ অস্বীকার করেন বলে খবরে বলা হয়েছে। কৌঁসুলিরা বলছেন গন ওমানে তাঁর একজন পরিচিতের পরিচালিত ডিলারশিপে নিসানের তহবিলের একটি অংশ সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ২০১৫ সাল থেকে শুরু করে গত বছর পর্যন্ত সেই অর্থ পরিশোধ করা হয়। এই লেনদেনের ফলে নিসানের প্রায় ৫০ লক্ষ ডলার লোকসানের কারণ তিনি হয়ে উঠেন বলে সন্দেহ করা হয়। ওয়াকিবহাল সূত্রসমূহ বলছে ওমানের ডিলারকে পরিশোধ করা অর্থের কিছু অংশ সেই ডিলারের ভারতীয় নির্বাহীর ব্যাংক একাউন্টের মাধ্যমে লেবাননের বানোয়াট একটি কোম্পানিতে সরিয়ে নেয়াRead More
**-------------**------------**