জাপানে প্রথমবারের মত আফ্রিকার সোয়াইন ফ্লু ভাইরাস সনাক্ত
জাপানে প্রথমবারের মত মারাত্মক ছোঁয়াচে আফ্রিকার সোয়াইন ফ্লু রোগের ভাইরাস সনাক্ত হয়েছে।
জাপানের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত চুবু আন্তর্জাতিক বিমানবন্দরে জানুয়ারি মাসে জীবন্ত ভাইরাস সনাক্ত করা হয়।
চীন থেকে আনা শূকরের মাংসের সসেজের মধ্যে এটি পাওয়া যায়।
চীন এবং এশিয়ার অন্যান্য দেশে আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ছে। সম্প্রতি জাপানে সনাক্ত হওয়া সোয়াইন ফ্লু থেকে এই রোগটি আলাদা।
আফ্রিকার সোয়াইন ফ্লুতে মানুষ আক্রান্ত হয় না। তবে শূকরের জন্য এটি প্রায় সবসময়ই প্রাণঘাতী একটি রোগ।
কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কর্মকর্তারা এবারের মত জীবন্ত ভাইরাসটির জাপানে প্রবেশ আটকাতে সক্ষম হয়েছেন। তবে কৃষি মন্ত্রণালয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করবে।